বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সবার ভোটের অধিকার রক্ষায় সমঝোতার মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) গঠনের প্রস্তাব শুধু বিএনপির একার নয়। কিংবা তুচ্ছ কোনো বিষয় এটা নয়। তাই আলোচনা দরকার, কারণ একতরফা ইসি নয়। গতকাল এক টুইটার বার্তায় তিনি উপরোক্ত মন্তব্য করেন। একই সঙ্গে তিনি আবারও আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
টুইটার বার্তায় খালেদা জিয়া বলেন, নির্বাচন কমিশন গঠন ও শক্তিশালী করার লক্ষ্যে সম্প্রতি ১৩ দফা প্রস্তাব তুলে ধরা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ওই প্রস্তাব তাত্ক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে। এরপরও বিএনপির নেতারা প্রস্তাবটি নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে আসছেন। প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির কাছে সাক্ষাতের সময় চেয়ে দলের পক্ষ থেকে ইতিমধ্যেই বঙ্গভবনে চিঠিও দেওয়া হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে নির্বাচন কমিশন গঠন করবেন। তবে বর্তমান কমিশন গঠনের আগে তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করছিলেন এবং একটি সার্চ কমিটির মাধ্যমে এই কমিশন গঠন করেছিলেন তিনি। এবার বেগম খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন, সেটিতেও জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করেছে— এমন সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে একটি সার্চ কমিটি গঠন এবং এই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করার কথা বলা হয়েছে। প্রস্তাবনায় আরও বলা হয়েছে, ঐকমত্যে না পৌঁছা পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার কথা। অপর এক টুইটার বার্তায় কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।