অঘটন নয়। প্রত্যাশিতভাবেই ফাইনালে উঠে গেল বাংলাদেশ। গতকাল হংকংয়ে কিংস পার্কে অনুষ্ঠিত এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ কাপ) টুর্নামেন্টে সিঙ্গাপুরকে ৮-০ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। ট্রফি জেতার লড়াইয়ে আজই লড়বে বাংলাদেশ। হংকং ৪-২, চীন তাইপে ৪-২ ও ম্যাকাওকে ১৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ চারে ঠাঁই করে নেন রাসেল মাহমুদ জিমিরা। তবে গ্রুপ পর্বের প্রতিপক্ষের তুলনায় সিঙ্গাপুর কিছুটা হলেও ব্যালেন্সড দল ছিল। পাত্তাই পেল না সিঙ্গাপুর। শুরু থেকে শেষ পর্যন্ত প্রাধান্য বিস্তার করে সিঙ্গাপুরকে দিশাহারা করে রাখে বাংলাদেশ। প্রতিপক্ষদের কোনো সুযোগই সৃষ্টি করতে দেয়নি। আগের চার ম্যাচেও বাংলাদেশের কাছে সিঙ্গাপুর ধরাশায়ী হয়। গতকালও জিমি চয়নদের স্টিক ওয়ার্কে কূল কিনারা হরিয়ে ফেলে সিঙ্গাপুর। একের পর এক আক্রমণ। তবুও গোলের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে ২৬ মিনিট পর্যন্ত। সুযোগও কম আসেনি কাজে লাগাতে না পারায় উৎসব করতে পারছিলেন না জিমিরা। অবশেষে স্বস্তি ফেরান মিলন। পরিকল্পিত আক্রমণ থেকে ফিল্ড গোলে তিনি চমৎকারভাবে জালে বল পাঠান। গোল পেয়েই উজ্জীবিত হয়ে উঠে বাংলাদেশ। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন রোমান সরকার। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। হকিতে ৩ গোলে এগিয়ে থাকলেও জয়ের নিশ্চয়তা নেই। তাই দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও আক্রমণী হয়ে উঠে। ৩৭ মিনিটে রাসেল মাহমুদ জিমি গোল করেন। ৪৮মিনিটে পেনাল্টি কর্নার থেকে মামুনুর রহমান চয়ন গোল করলে বাংলাদেশের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। সিঙ্গাপুর পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়ে। ৫০ মিনিটে পঞ্চম গোল এসেছে পুস্কর ক্ষিসা মিমোর স্টিক থেকে। এরপর কৃষ্ণ কুমার। আগের ম্যাচে ম্যাকাওয়ের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৫ গোল করা আশরাফুল গতকাল গোলই পাচ্ছিলেন না। সাম্প্রতিক কালে হকিতে বাংলাদেশের জয়ের দিনে আশরাফুলের গোল নেই এমন ঘটনা কমই ঘটেছে। তাই সেমিফাইনালে তার গোল না থাকাতো অবাকই মনে হতো। শেষ পর্যন্ত ভক্তদের হতাশ করেননি আশরাফুল। ৬৬ ও ৬৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশের জয় দুই হালিতে পূরণ করেন।
শিরোনাম
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
- শাহজালালে ৮৯৬ গ্রাম সোনাসহ দুইজন আটক
- মুরাদনগরের তিনজনকে পিটিয়ে হত্যা: তদন্তভার ডিবিতে, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা
হকিতে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর