অঘটন নয়। প্রত্যাশিতভাবেই ফাইনালে উঠে গেল বাংলাদেশ। গতকাল হংকংয়ে কিংস পার্কে অনুষ্ঠিত এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ কাপ) টুর্নামেন্টে সিঙ্গাপুরকে ৮-০ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। ট্রফি জেতার লড়াইয়ে আজই লড়বে বাংলাদেশ। হংকং ৪-২, চীন তাইপে ৪-২ ও ম্যাকাওকে ১৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ চারে ঠাঁই করে নেন রাসেল মাহমুদ জিমিরা। তবে গ্রুপ পর্বের প্রতিপক্ষের তুলনায় সিঙ্গাপুর কিছুটা হলেও ব্যালেন্সড দল ছিল। পাত্তাই পেল না সিঙ্গাপুর। শুরু থেকে শেষ পর্যন্ত প্রাধান্য বিস্তার করে সিঙ্গাপুরকে দিশাহারা করে রাখে বাংলাদেশ। প্রতিপক্ষদের কোনো সুযোগই সৃষ্টি করতে দেয়নি। আগের চার ম্যাচেও বাংলাদেশের কাছে সিঙ্গাপুর ধরাশায়ী হয়। গতকালও জিমি চয়নদের স্টিক ওয়ার্কে কূল কিনারা হরিয়ে ফেলে সিঙ্গাপুর। একের পর এক আক্রমণ। তবুও গোলের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে ২৬ মিনিট পর্যন্ত। সুযোগও কম আসেনি কাজে লাগাতে না পারায় উৎসব করতে পারছিলেন না জিমিরা। অবশেষে স্বস্তি ফেরান মিলন। পরিকল্পিত আক্রমণ থেকে ফিল্ড গোলে তিনি চমৎকারভাবে জালে বল পাঠান। গোল পেয়েই উজ্জীবিত হয়ে উঠে বাংলাদেশ। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন রোমান সরকার। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। হকিতে ৩ গোলে এগিয়ে থাকলেও জয়ের নিশ্চয়তা নেই। তাই দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও আক্রমণী হয়ে উঠে। ৩৭ মিনিটে রাসেল মাহমুদ জিমি গোল করেন। ৪৮মিনিটে পেনাল্টি কর্নার থেকে মামুনুর রহমান চয়ন গোল করলে বাংলাদেশের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। সিঙ্গাপুর পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়ে। ৫০ মিনিটে পঞ্চম গোল এসেছে পুস্কর ক্ষিসা মিমোর স্টিক থেকে। এরপর কৃষ্ণ কুমার। আগের ম্যাচে ম্যাকাওয়ের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৫ গোল করা আশরাফুল গতকাল গোলই পাচ্ছিলেন না। সাম্প্রতিক কালে হকিতে বাংলাদেশের জয়ের দিনে আশরাফুলের গোল নেই এমন ঘটনা কমই ঘটেছে। তাই সেমিফাইনালে তার গোল না থাকাতো অবাকই মনে হতো। শেষ পর্যন্ত ভক্তদের হতাশ করেননি আশরাফুল। ৬৬ ও ৬৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশের জয় দুই হালিতে পূরণ করেন।
শিরোনাম
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
হকিতে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর