অঘটন নয়। প্রত্যাশিতভাবেই ফাইনালে উঠে গেল বাংলাদেশ। গতকাল হংকংয়ে কিংস পার্কে অনুষ্ঠিত এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ কাপ) টুর্নামেন্টে সিঙ্গাপুরকে ৮-০ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। ট্রফি জেতার লড়াইয়ে আজই লড়বে বাংলাদেশ। হংকং ৪-২, চীন তাইপে ৪-২ ও ম্যাকাওকে ১৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ চারে ঠাঁই করে নেন রাসেল মাহমুদ জিমিরা। তবে গ্রুপ পর্বের প্রতিপক্ষের তুলনায় সিঙ্গাপুর কিছুটা হলেও ব্যালেন্সড দল ছিল। পাত্তাই পেল না সিঙ্গাপুর। শুরু থেকে শেষ পর্যন্ত প্রাধান্য বিস্তার করে সিঙ্গাপুরকে দিশাহারা করে রাখে বাংলাদেশ। প্রতিপক্ষদের কোনো সুযোগই সৃষ্টি করতে দেয়নি। আগের চার ম্যাচেও বাংলাদেশের কাছে সিঙ্গাপুর ধরাশায়ী হয়। গতকালও জিমি চয়নদের স্টিক ওয়ার্কে কূল কিনারা হরিয়ে ফেলে সিঙ্গাপুর। একের পর এক আক্রমণ। তবুও গোলের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে ২৬ মিনিট পর্যন্ত। সুযোগও কম আসেনি কাজে লাগাতে না পারায় উৎসব করতে পারছিলেন না জিমিরা। অবশেষে স্বস্তি ফেরান মিলন। পরিকল্পিত আক্রমণ থেকে ফিল্ড গোলে তিনি চমৎকারভাবে জালে বল পাঠান। গোল পেয়েই উজ্জীবিত হয়ে উঠে বাংলাদেশ। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন রোমান সরকার। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। হকিতে ৩ গোলে এগিয়ে থাকলেও জয়ের নিশ্চয়তা নেই। তাই দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও আক্রমণী হয়ে উঠে। ৩৭ মিনিটে রাসেল মাহমুদ জিমি গোল করেন। ৪৮মিনিটে পেনাল্টি কর্নার থেকে মামুনুর রহমান চয়ন গোল করলে বাংলাদেশের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। সিঙ্গাপুর পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়ে। ৫০ মিনিটে পঞ্চম গোল এসেছে পুস্কর ক্ষিসা মিমোর স্টিক থেকে। এরপর কৃষ্ণ কুমার। আগের ম্যাচে ম্যাকাওয়ের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৫ গোল করা আশরাফুল গতকাল গোলই পাচ্ছিলেন না। সাম্প্রতিক কালে হকিতে বাংলাদেশের জয়ের দিনে আশরাফুলের গোল নেই এমন ঘটনা কমই ঘটেছে। তাই সেমিফাইনালে তার গোল না থাকাতো অবাকই মনে হতো। শেষ পর্যন্ত ভক্তদের হতাশ করেননি আশরাফুল। ৬৬ ও ৬৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশের জয় দুই হালিতে পূরণ করেন।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
হকিতে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর