সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

জাপানিদের নিরাপত্তা শঙ্কা কেটে গেছে

নিজস্ব প্রতিবেদক

জাপানিদের নিরাপত্তা শঙ্কা কেটে গেছে

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জাপানি নাগরিকদের নিরাপত্তা শঙ্কা কেটে গেছে। জাপান সরকার বাংলাদেশের ওপর থেকে সব ধরনের রিজার্ভেশন ও রেস্ট্রিকশন তুলে নিয়েছে। ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে হত্যাকাণ্ডের পর ঢাকায় জাপানি নাগরিকদের নিয়ে দেশটি যে সতর্কতা জারি করেছিল তা খুব শিগগিরই তুলে নেবে বলে জানিয়েছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা)  নতুন প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা। জাপান সফর শেষে ঢাকায় ফিরে গতকাল এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এ কথা বলেন। এ সময় তার সঙ্গে অর্থবিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশে নতুন নতুন বিনিয়োগে আসবে বলে কথা দিয়েছে। জাইকার প্রেসিডেন্ট ২০১৮ সালে বাংলাদেশ সফরে আসবেন। ১ জুলাইয়ের পর জাইকার যেসব কর্মকর্তা ঢাকা ছেড়ে গেছেন তারা খুব শিগগিরই কাজে যোগ দেবেন। অর্থমন্ত্রী বলেন, জাপানের ব্যবসায়ীরা অনেক আগে থেকেই বাংলাদেশে আসা-যাওয়া করতেন। ব্যবসায়ীদের মতো সরকারি পর্যায়েও অচিরেই আসা-যাওয়া শুরু হবে। জাপানের নিষেধাজ্ঞা কেমন ছিল— প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এক্ষেত্রে লিখিত কোনো স্টেটমেন্ট ছিল না। তবে  সে দেশের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরা করতে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সতর্কতাই তারা উঠিয়ে নিতে সম্মত হয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্য দিয়ে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য এখন সহজ হবে। ইতিমধ্যে আসতেও শুরু করেছে। শুধু জাপানই নয়, চীন-ভারতসহ বিভিন্ন দেশ এখন বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসছে। তারা বড় ধরনের একক বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ভারত সফরকে কেন্দ্র করে তিনি বলেন, ভারত বাংলাদেশে কী ধরনের বিনিয়োগ করবে সেটা প্রধানমন্ত্রীর সফরের পরই বোঝা যাবে। রিজার্ভ চুরির ব্যাপারে সিআইডির তদন্ত নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে সিআইডির প্রতিবেদন দেখিনি। কোনো মন্তব্যও করতে পারব না। সরকারি তদন্ত প্রতিবেদন বিষয়ে তিনি বলেন, এটা সুবিধাজনক সময়ে প্রকাশ করা হবে।

সর্বশেষ খবর