পর্দা উঠল বসুন্ধরা বাংলাদেশ ওপেনের তৃতীয় আসরের। গতকাল সকাল ৭টা ৫ মিনিটে টি-অফের মধ্য দিয়ে খেলা মাঠে গড়ায়। প্রথম দিনের খেলা শেষে যৌথভাবে শীর্ষে রয়েছেন ভারতের গলফার শুভঙ্কর শর্মা ও থাইল্যান্ডের জাজ জানেওয়াতানন্দ। দুজনেই পারের চেয়ে ৭ শট কম খেলেছেন। পারের চেয়ে ৫ শট কম খেলে লিডারবোর্ডের তৃতীয় স্থানে রয়েছেন থাইল্যান্ডের আরেক গলফার পানুফল পিতায়ারত। বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান পারের সমান শট খেলে ২৯তম স্থানে রয়েছেন। পারের চেয়ে এক শট কম খেলে ১৫তম স্থানে রয়েছেন বাংলাদেশের জামাল হোসেন মোল্লা, মোহাম্মদ নাজিম ও রবিন। পারের সমান শট খেলে সিদ্দিকুরের সঙ্গে একই অবস্থানে রয়েছেন বাংলাদেশের দুলাল হোসেন, বাদল হোসেন ও মোহাম্মদ সায়ুম। বসুন্ধরা বাংলাদেশ ওপেনের সবচেয়ে বড় তারকা কিংবদন্তি জীব মিলখা সিংও সুবিধা করতে পারেননি। পারের চেয়ে তিন শট বেশি খেলে যৌথভাবে ৭৬তম স্থানে রয়েছেন তিনি। বসুন্ধরা বাংলাদেশ ওপেনের প্রথম আসরের চ্যাম্পিয়ন সিঙ্গাপুরের মারদান মামত পারের চেয়ে এক শট বেশি খেলে রয়েছেন ৪৬তম স্থানে। প্রথম রাউন্ড শেষে শীর্ষে থাকা শুভঙ্কর নিজের পারফরম্যান্সে ভীষণ খুশি। এর আগে তিনি কখনো এশিয়ান ট্যুরের শিরোপা জিততে পারেননি। তবে প্রতিটি টুর্নামেন্টেই ভালো করছেন। বসুন্ধরা বাংলাদেশ ওপেনের এই আসরে এশিয়ান ট্যুরের বর্তমান ‘অর্ডার অব মেরিট’-এর শীর্ষ ১০ থেকে অংশ নেওয়া একমাত্র গলফার তিনি। প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘দারুণ একটা দিন পার করলাম। আমার পাটিং অনেক ভালো হয়েছে। আমি অনেক ভালো খেলেছি। আবার বেশ কিছু মিসও করেছি। তারপরও দিনটা মনে হয় আমারই ছিল।’ শীর্ষে থাকা থাই গলফার জাজ বলেন, ‘আমি আজ তেমন কোনো ভুল করিনি। যেভাবে খেলতে চেয়েছি পেরেছি। সে কারণেই ভালো হয়েছে।’
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
বসুন্ধরা গলফের প্রথম দিনে শীর্ষে জাজ ও শুভঙ্কর
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর