বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বসুন্ধরা গলফের প্রথম দিনে শীর্ষে জাজ ও শুভঙ্কর

মেজবাহ্-উল-হক

বসুন্ধরা গলফের প্রথম দিনে শীর্ষে জাজ ও শুভঙ্কর

পর্দা উঠল বসুন্ধরা বাংলাদেশ ওপেনের তৃতীয় আসরের। গতকাল সকাল ৭টা ৫ মিনিটে টি-অফের মধ্য দিয়ে খেলা মাঠে গড়ায়। প্রথম দিনের খেলা শেষে যৌথভাবে শীর্ষে রয়েছেন ভারতের গলফার শুভঙ্কর শর্মা ও থাইল্যান্ডের জাজ জানেওয়াতানন্দ। দুজনেই পারের চেয়ে ৭ শট কম খেলেছেন। পারের চেয়ে ৫ শট কম খেলে লিডারবোর্ডের তৃতীয় স্থানে রয়েছেন থাইল্যান্ডের আরেক গলফার পানুফল পিতায়ারত। বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান পারের সমান শট খেলে ২৯তম স্থানে রয়েছেন। পারের চেয়ে এক শট কম খেলে ১৫তম স্থানে রয়েছেন বাংলাদেশের জামাল হোসেন মোল্লা, মোহাম্মদ নাজিম ও রবিন। পারের সমান শট খেলে সিদ্দিকুরের সঙ্গে একই অবস্থানে রয়েছেন বাংলাদেশের দুলাল হোসেন, বাদল হোসেন ও মোহাম্মদ সায়ুম। বসুন্ধরা বাংলাদেশ ওপেনের সবচেয়ে বড় তারকা কিংবদন্তি জীব মিলখা সিংও সুবিধা করতে পারেননি। পারের চেয়ে তিন শট বেশি খেলে যৌথভাবে ৭৬তম স্থানে রয়েছেন তিনি। বসুন্ধরা বাংলাদেশ ওপেনের প্রথম আসরের চ্যাম্পিয়ন সিঙ্গাপুরের মারদান মামত পারের চেয়ে এক শট বেশি খেলে রয়েছেন ৪৬তম স্থানে। প্রথম রাউন্ড শেষে শীর্ষে থাকা শুভঙ্কর নিজের পারফরম্যান্সে ভীষণ খুশি। এর আগে তিনি কখনো এশিয়ান ট্যুরের শিরোপা জিততে পারেননি। তবে প্রতিটি টুর্নামেন্টেই ভালো করছেন। বসুন্ধরা বাংলাদেশ ওপেনের এই আসরে এশিয়ান ট্যুরের বর্তমান ‘অর্ডার অব মেরিট’-এর শীর্ষ ১০ থেকে অংশ নেওয়া একমাত্র গলফার তিনি। প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘দারুণ একটা দিন পার করলাম। আমার পাটিং অনেক ভালো হয়েছে। আমি অনেক ভালো খেলেছি। আবার বেশ কিছু মিসও করেছি। তারপরও দিনটা মনে হয় আমারই ছিল।’ শীর্ষে থাকা থাই গলফার জাজ বলেন, ‘আমি আজ তেমন কোনো ভুল করিনি। যেভাবে খেলতে চেয়েছি পেরেছি। সে কারণেই ভালো হয়েছে।’

সর্বশেষ খবর