বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অর্থ আত্মসাৎ ও দুদকের ঘুষ ফাঁদে গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে খাদ্য কর্মকর্তা বিউটি বেগমসহ ছয়জন গ্রেফতার হয়েছেন। গতকাল তাদের ঢাকা, কক্সবাজার, রাঙামাটি, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার জানিয়েছেন, বিউটি বেগম তেজগাঁও খাদ্য গুদামের রেশনিং কর্মকর্তা। তিনি ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে ঘুষবাণিজ্য করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতকাল বিকালে দুদকের আভিযানিক দল সাদা পোশাকে ঘুষফাঁদ পেতে ৫০ হাজার টাকাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে। গ্রেফতারদের মধ্যে আরও রয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল আলম। তিনি বিভিন্ন প্রকল্পের কাজ না করে ৫০ লাখ ১৫ হাজার ৪৪২ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। গ্রেফতার রাঙামাটির আমতলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহেব আলীর বিরুদ্ধে ভিজিএফের ৫ টন চাল আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ছাড়া গ্রেফতার করিম জুট মিলের সহকারী উৎপাদন কর্মকর্তা মো. কবির হোসেনের বিরুদ্ধে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। গ্রেফতার অন্য দুজন হলেন কিশোরগঞ্জের ফয়েজ উদ্দিন আহমেদ ও টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাবেক ইউনিয়ন পরিষদ সচিব নুর মোহাম্মদ।

সর্বশেষ খবর