শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

তালিকা নিয়ে পর্যালোচনা খোঁজা হচ্ছে নতুন নামও

সোমবারের বৈঠকে হতে পারে চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক

তালিকা নিয়ে পর্যালোচনা খোঁজা হচ্ছে নতুন নামও

সার্চ কমিটির তৈরি করা ২০ জনের সংক্ষিপ্ত তালিকা নিয়ে চলছে আলোচনা-পর্যালোচনা। তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে কারও রাজনৈতিক কোনো পক্ষ সমর্থন কিংবা তাদের বিরুদ্ধে অতীতে কোনো মামলা বা দুর্নীতির অভিযোগ ছিল কিনা সে ব্যাপারে তথ?্য-উপাত্ত সংগ্রহ করছে সার্চ কমিটি। এ ছাড়া রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের বাইরে তালিকায় নতুন নাম যুক্ত করতে দক্ষ-যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তি খোঁজা হচ্ছে। আগামী ৬ ফেব্রুয়ারি সোমবার এই তালিকা নিয়ে আবারও বৈঠকে বসবে কমিটি। ওই বৈঠকে কমিটির সদস্যরা চাইলে নতুন নাম যুক্ত হতে পারে। সোমবারের বৈঠকে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশের জন্য ১০ জনের নাম তালিকা চূড়ান্ত করা হবে। এ ছাড়া মঙ্গলবারের মধ্যে রাষ্ট্রপতির কাছে নামের সুপারিশ পাঠানো হতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

এর আগে রাজনৈতিক দলের প্রস্তাবিত ১২৫ জনের নাম থেকে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করে সার্চ কমিটি। আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদসে?্যর সার্চ কমিটির সবাই সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে গতকাল বিকাল ৫টা থেকে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন। মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়ায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমও উপস্থিত ছিলেন বৈঠকে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি) আবদুল ওয়াদুদ সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া নাম থেকে বাছাই করে ২০ জনের যে সংক্ষিপ্ত তালিকা করা হয়েছিল, গতকালের বৈঠকে সেগুলো আরও পর্যালোচনা করেছে সার্চ কমিটি। এই তালিকা থেকে ১০ জনের নামের চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। এজন?্য তাদের বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে, তথ?্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। ৬ ফেব্রুয়ারি বিকাল ৫টায় সার্চ কমিটি জাজেস লাউঞ্জে আবার বসবে। আবদুল ওয়াদুদ বলেন, দুই দফায় ১৬ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে যেসব মতামত এসেছে, নতুন নির্বাচন কমিশন করার বিষয়ে যেসব মানদণ্ড নিয়ে তারা সুপারিশ করেছেন, সেসব সুপারিশের একটি খসড়া সংকলন তৈরি করা হয়েছে বৈঠকে। আরও পর্যালোচনা করে ওই খসড়া চূড়ান্ত করার পর ১০ জনের তালিকা সুপারিশ আকারে রাষ্ট্রপতির কাছে দেওয়া হবে। তালিকা ও সুপারিশ চূড়ান্ত করে ৮ তারিখের মধ্যে রাষ্ট্রপতির কাছে আমরা জমা দিতে পারব বলে আশা করছি। সার্চ কমিটির সর্বশেষ বৈঠকে ২০ জনের সংক্ষিপ্ত তালিকায় নতুন কোনো নাম অন্তর্ভুক্ত হয়েছে কিনা— জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, নতুন কোনো নাম আসেনি। তবে সার্চ কমিটি চাইলে নিজেরা নাম সংযোজন করতে পারে। যাচাই-বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকা থেকে ১০ জনকে চূড়ান্ত করবে সার্চ কমিটি। সেই ১০ জনের নাম ৮ ফেব্রুয়ারির মধে?্য প্রস্তাব করা হবে রাষ্ট্রপতির কাছে। সার্চ কমিটির ওই সুপারিশের মধ?্য থেকে একজন প্রধান নির্বাচন কমিশনারসহ অনধিক পাঁচ সদসে?্যর নতুন নির্বাচন কমিশন নিয়োগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে দায়িত্ব নেবে নতুন কমিশন। তাদের অধীনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন হাই কোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মন্জুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীন আখতার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর