প্রথম দিকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের একমাত্র টেস্ট ম্যাচের সিরিজটি আয়োজন করতে চায়নি হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিন্তু কলকাতার আগ্রহ দেখে পরে তারা সুযোগটি হাতছাড়া করতে চায়নি। এই এক ম্যাচের আয়োজন করেই যে রেকর্ডবুকের অনন্য এক অধ্যায়ে জায়গা করে নেবে রাজীব গান্ধী স্টেডিয়াম। ঐতিহাসিক টেস্ট ম্যাচ বলে কথা! বাংলাদেশ প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট খেলছে। দুই দেশের ক্রিকেট ইতিহাসেই টেস্ট ম্যাচটি আলাদা জায়গা করে নেবে। বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার পর সেই ২০০০ সালে প্রথম ভারতের বিরুদ্ধে এক টেস্টের সিরিজের ম্যাচে অংশ নিয়েছিল। দীর্ঘ ১৭ বছর পর এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) অনুযায়ী ভারতের মাটিতে সেই ম্যাচটি খেলতে নেমেছে বাংলাদেশ। মাঝে আরও ৭টি টেস্ট খেলেছে দুই দল একে অপরের বিরুদ্ধে। তবে সবই হয়েছে বাংলাদেশের মাটিতে। সে কারণেই এই হায়দরাবাদ টেস্টটি হয়ে গেছে ঐতিহাসিক টেস্ট! শক্তির কথা চিন্তা করলে টেস্টের এক নম্বর দলটি খেলবে ৯ নম্বর দলের বিরুদ্ধে। কিন্তু বৈচিত্র্যের টেস্ট ক্রিকেট বলেই হয়তো অনেক সময় র্যাঙ্কিংও গৌণ হয়ে যায়। পাঁচ দিনের খেলা। ১৫ সেশনের খেলা। যে দল প্রতিটি সেশন ধরে ধরে খেলবে তারাই সাফল্যের দিকে এগিয়ে যাবে। গতকাল সংবাদ সম্মেলনে সে কথাই বলেছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম, ‘ভারত ভালো দল। তাদের বিরুদ্ধে পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। দলগত পারফরম্যান্সের দিকেই আমাদের লক্ষ্য থাকবে। প্রতিটি সেশন ধরে আমরা ভালো খেলতে চাই।’ বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কথা নয় ভারতের অধিনায়ক বিরাট কোহলির। তার দল এখন এমনই ফর্মে রয়েছে যে, টেস্টের বাঘা বাঘা দলগুলোকেও উড়িয়ে দিয়েছে। আগের সিরিজে তারা ইংল্যান্ডকেই ৪-০-তে উড়িয়ে দিয়েছে। তারপরও বাংলাদেশকে সমীহ করেই কথা বলেছেন তিনি। ভারতীয় অধিনায়ক মুশফিকদের হুমকি না দিয়ে বরং পাশে দাঁড়িয়েছেন। কোহলি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটারদের স্কিল আছে। কিন্তু টেস্টে একটা ভালো দল হতে যে পরিমাণ আত্মবিশ্বাস লাগে, সে পরিমাণ ম্যাচ খেলার সুযোগই তো তারা পায়নি। তারপরও টেস্টে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য বাংলাদেশের আছে।’
শিরোনাম
- বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ ২ সদস্য নিহত
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
- তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে সব দল একমত : আলী রীয়াজ
বাংলাদেশ-ভারত ঐতিহাসিক টেস্ট শুরু আজ
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর