প্রথম দিকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের একমাত্র টেস্ট ম্যাচের সিরিজটি আয়োজন করতে চায়নি হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিন্তু কলকাতার আগ্রহ দেখে পরে তারা সুযোগটি হাতছাড়া করতে চায়নি। এই এক ম্যাচের আয়োজন করেই যে রেকর্ডবুকের অনন্য এক অধ্যায়ে জায়গা করে নেবে রাজীব গান্ধী স্টেডিয়াম। ঐতিহাসিক টেস্ট ম্যাচ বলে কথা! বাংলাদেশ প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট খেলছে। দুই দেশের ক্রিকেট ইতিহাসেই টেস্ট ম্যাচটি আলাদা জায়গা করে নেবে। বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার পর সেই ২০০০ সালে প্রথম ভারতের বিরুদ্ধে এক টেস্টের সিরিজের ম্যাচে অংশ নিয়েছিল। দীর্ঘ ১৭ বছর পর এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) অনুযায়ী ভারতের মাটিতে সেই ম্যাচটি খেলতে নেমেছে বাংলাদেশ। মাঝে আরও ৭টি টেস্ট খেলেছে দুই দল একে অপরের বিরুদ্ধে। তবে সবই হয়েছে বাংলাদেশের মাটিতে। সে কারণেই এই হায়দরাবাদ টেস্টটি হয়ে গেছে ঐতিহাসিক টেস্ট! শক্তির কথা চিন্তা করলে টেস্টের এক নম্বর দলটি খেলবে ৯ নম্বর দলের বিরুদ্ধে। কিন্তু বৈচিত্র্যের টেস্ট ক্রিকেট বলেই হয়তো অনেক সময় র্যাঙ্কিংও গৌণ হয়ে যায়। পাঁচ দিনের খেলা। ১৫ সেশনের খেলা। যে দল প্রতিটি সেশন ধরে ধরে খেলবে তারাই সাফল্যের দিকে এগিয়ে যাবে। গতকাল সংবাদ সম্মেলনে সে কথাই বলেছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম, ‘ভারত ভালো দল। তাদের বিরুদ্ধে পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। দলগত পারফরম্যান্সের দিকেই আমাদের লক্ষ্য থাকবে। প্রতিটি সেশন ধরে আমরা ভালো খেলতে চাই।’ বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কথা নয় ভারতের অধিনায়ক বিরাট কোহলির। তার দল এখন এমনই ফর্মে রয়েছে যে, টেস্টের বাঘা বাঘা দলগুলোকেও উড়িয়ে দিয়েছে। আগের সিরিজে তারা ইংল্যান্ডকেই ৪-০-তে উড়িয়ে দিয়েছে। তারপরও বাংলাদেশকে সমীহ করেই কথা বলেছেন তিনি। ভারতীয় অধিনায়ক মুশফিকদের হুমকি না দিয়ে বরং পাশে দাঁড়িয়েছেন। কোহলি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটারদের স্কিল আছে। কিন্তু টেস্টে একটা ভালো দল হতে যে পরিমাণ আত্মবিশ্বাস লাগে, সে পরিমাণ ম্যাচ খেলার সুযোগই তো তারা পায়নি। তারপরও টেস্টে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য বাংলাদেশের আছে।’
শিরোনাম
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
বাংলাদেশ-ভারত ঐতিহাসিক টেস্ট শুরু আজ
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর