রবীচন্দন অশ্বিনকে সুইপ খেলতে গিয়ে যখন ঋদ্ধিমান সাহার দুর্দান্ত ক্যাচে পরিণত হলেন মুশফিকুর রহিম, তখন হায়দরাবাদ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের স্কোর বোর্ডে লেখা বাংলাদেশ অলআউট ৩৮৮। ভারত এগিয়ে ২৯৯ রানে। চাইলেই বাংলাদেশকে ফলোঅন করাতে পারতো বিরাট কোহলির দল। কিন্তু মুশফিকদের পুনরায় ব্যাটিংয়ে না পাঠিয়ে নিজেরাই নেমে পড়ে। ভারতের এমন সিদ্ধান্তে বিস্মিত হন অনেকেই। কিন্তু ক্রিকেট যাদের ধ্যান জ্ঞান, তারা অপেক্ষার কথাই বলেছেন বারবার। আজ পঞ্চম দিন সেই অপেক্ষার জবাব মিলবে। কোহলির সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করে ম্যাচ কি বাঁচাতে পারবে বাংলাদেশ? না, প্রয়োজনীয় ৩৫৬ রান তুলে জিতে যাবে মুশফিকবাহিনী? শুধু সময়ের অপেক্ষা। ঐতিহাসিক টেস্ট জিততে আজ টাইগারদের দরকার যেমন ৩৫৬ রান, তেমনি ভারতের দরকার ৭ উইকেট। শুধু হায়দরাবাদ নয়, টেস্ট ক্রিকেট ইতিহাস বলছে এত রান তাড়া করে জেতার রেকর্ড নেই। কিন্তু ক্রিকেট বলেই অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখা যায়! সেই স্বপ্নটা বুকে ধারণ করে নিশ্চিত ঘুমাতে যাবেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা। স্বপ্নালু ভাবাবেগে ঘুমাতে যাবে গোটা বাংলাদেশ। বাংলাদেশকে জিততে হলে ইতিহাস লিখতে হবে নতুন করে। টেস্ট ক্রিকেটে ৪৫৯ রান তাড়া করে জেতার রেকর্ড নেই। রেকর্ড সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জেতার। চারশ’র ওপরে রান তাড়া করে টেস্ট জেতার রেকর্ড তিনটি। সুতরাং ৪৫৯ রানের টার্গেট খেলতে নেমে ৩ উইকেটে ১০৩ রান করে ফেললেও আজ বাকি কাজটি নির্বিঘ্নে সেরে ফেলার অর্থ অক্সিজেন মাস্ক ছাড়া এভারেস্টের চূড়ায় ওঠার শামিল। সেই কাজটি করতে ব্যাট হাতে দুর্দান্ত কিছু করতে হবে টাইগারদের। ওয়েলিংটন টেস্টের মতো গড়তে হবে রেকর্ড জুটি। করতে হবে একটি ডাবল সেঞ্চুরি কিংবা দুটি সেঞ্চুরি। তবে আশার কথা, ক্রিজে এখনো রয়েছেন দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান সাকিব ও মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিব তো কিছুদিন আগেই ওয়েলিংটনে খেলেছেন ২১৭ রানের ইনিংস। মাহমুদুল্লাহ বড় ইনিংস খেলার ক্রিকেটার। এছাড়াও রয়েছে ‘নির্ভরতার প্রতীক’ মুশফিকুর রহিম, সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ। সুতরাং স্বপ্ন দেখাই যায়। শুধু একটি বড় জুটিই গড়ে দিতে পারে নতুন ইতিহাস। ভেঙে দিতে পারে অতীতের সব রেকর্ডস। আগের দিনের ৬ উইকেটে ৩২২ রান নিয়ে খেলতে নেমেই সাজঘরে ফিরেন মিরাজ। এরপরও নিজেকে গুটিয়ে রাখেননি টাইগার অধিনায়ক। প্রতিপক্ষ বোলারদের সব আক্রমণকে প্রতিরোধ করে খেলেন ১২৭ রানের প্রত্যয়ী ইনিংস। ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরি। ক্যারিয়ারের পঞ্চম, ভারতের বিপক্ষে দ্বিতীয় ও টানা দ্বিতীয় সেঞ্চুরি। মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৩৮৮ রানে। ভারত ২৯৯ রানে এগিয়ে থেকেও বোলারদের বিশ্রাম দিতে দ্বিতীয় ইনিংসে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৪ উইকেটে ১৫৯ রান তুলে ইনিংস ঘোষণা করে। চেতেশ্বর পূজারা অপরাজিত থাকেন ৫৪ রানে। ২টি করে উইকেট নেন তাসকিন ও সাকিব। আজ পঞ্চম দিন অবিশ্বাস্যকে সম্ভব করার তাড়নায় ব্যাটিংয়ে নামবেন ২১ রানে অপরাজিত থাকা সাকিব ও ৯ রানে ব্যাট করতে থাকা মাহমুদুল্লাহ। দুই ক্রিকেটারের সঙ্গী থাকবে ১৬ কোটি ক্রিকেটপাগল বাঙালির প্রার্থনা ও ভালোবাসা।
শিরোনাম
- মোরেলগঞ্জে কালাম হত্যা মামলার পলাতক আসামি রাজধানীতে গ্রেপ্তার
- শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- সৌম্য ফর্মে ফিরে আবারও দেখালেন আশার আলো
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭১২
- গাজায় তুর্কি সেনাদের ঢুকতে দেবেন না নেতানিয়াহু
- পশ্চিম তীর সংযুক্তিকরণ নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র
- জাতীয় নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ল
- ফরাসি জিহাদি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া
- রাশিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২
- যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৩৮ ট্রিলিয়ন ডলার, নাগরিকপ্রতি দায় ১ লাখ ১১ হাজার
- শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতদের সাইবার সুরক্ষা অধ্যাদেশ মেনে চলার নির্দেশ
- ট্রাম্পের পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: মেদভেদেভ
- ওপেনএআইয়ের ‘অ্যাটলাস’ বাজারে আসতেই গুগলের শেয়ারে বড় ধস
- নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল আয়ারল্যান্ড
- টিএমএসএস আইসিটি ইনস্টিটিউট ও টাউনলাইফ কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষর
- ইউক্রেনকে ১৫০ যুদ্ধবিমান দেবে সুইডেন
- হরিণাকুন্ডুতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- নাটোরে চাঞ্চল্যকর মিঠুন হত্যার প্রধান আসামি নিক্সন গ্রেপ্তার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ৮০৩