ব্যাটিং ভালো হয়নি। বোলিং ছিল যাচ্ছেতাই। ফিল্ডিংয়ে একের পর এক মিস। তারপরও হায়দরাবাদ টেস্টে প্রাপ্তি অনেক। বিশ্বের এক নম্বর দল ভারতের সঙ্গে ২০৮ রানে বাংলাদেশ হারলেও পাঁচ দিন লড়াই করেছে। যেখানে আগের দুই সিরিজে ভারতের মাটিতে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মতো টেস্টের শক্তিশালী দলগুলো ৩-৪ দিনে অনায়াসে হেরেছে সেখানে কোহলিদের কাঁপিয়ে দিয়েছিল টাইগাররা। এই টেস্টে মাঠে নামার আগে কথার লড়াইয়ে টাইগারদের পাত্তাই দেননি ভারতীয়রা, তারাই এখন মুশফিকের প্রশংসায় পঞ্চমুখ। ম্যাচ শেষে ভারতের অধিনায়ক কোহলি বললেন, ‘দারুণ লড়াই করেছে বাংলাদেশ।’ সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী বলেন, ‘এই দলটা (বাংলাদেশ) গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে। হারলেও তারা লড়াই করেছে।’ হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। এটি ছিল তার টানা দ্বিতীয় সেঞ্চুরি। তা ছাড়া বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে তিন হাজারী ক্লাবে নাম লিখিয়েছেন মুশফিক। বাংলাদেশের ক্রিকেটের জন্য সবচেয়ে প্রাপ্তি— ভারতকে বুঝিয়ে দেওয়া সম্ভব হয়েছে টাইগাররা এখন টেস্টেও লড়াই করতে জানে! বাংলাদেশের বিরুদ্ধে খেললে নাকি দর্শক হবে না— সে কারণে টেস্ট মর্যাদা পাওয়ার পর গত ১৭ বছরে একবারও টাইগারদের টেস্ট খেলার আমন্ত্রণ জানায়নি প্রতিবেশী দেশটি। অথচ হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টেস্ট ম্যাচটি দেখার জন্য হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন। ম্যাচটি আরও জমে উঠত যদি গতকাল শেষ ইনিংসেও খেলতে পারত বাংলাদেশ। টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ড্র করতে পারেনি টাইগাররা। প্রথম ইনিংসে ৩৮৮ রান করলেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় ২৫০ রানেই। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর কোনো হাফ সেঞ্চুরিও নেই। ভারতের দুই স্পিনার জাদেজা ও অশ্বিন নিয়েছেন চারটি করে উইকেট। দুই উইকেট শিকার করেছেন ইশান্ত শর্মা। অথচ ভারতীয় ব্যাটসম্যানদের সামনে বাংলাদেশের বোলাররা কোনো প্রতিরোধই গড়তে পারেননি। ফিল্ডিংও ছিল বাজে। তবে দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে না পারলেও এই টেস্টে লড়াই হয়েছে ব্যাটসম্যানদের সৌজন্যেই। তাই হারের জন্য ব্যাটসম্যানদের দায়ী করেননি বাংলাদেশের অধিনায়ক মুশফিক। তার কাঠগড়ায় বোলার ও ফিল্ডাররা, ‘আমাদের হাতে অনেক সুযোগ এসেছিল। আমরা যদি প্রথম ইনিংসে ভারতকে পাঁচশ বা ছয়শর মধ্যে আটকে দিতে পারতাম তবে চিত্র অন্যরকম হতো।’
শিরোনাম
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
- জাবি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে মোটরসাইকেলে প্রবেশ নিষেধ
- দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন, বর্জন যুক্তরাষ্ট্রের
- চাপের মুখে ডিজিটাল নীতিমালা শিথিল করতে যাচ্ছে ইইউ
- সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান মঈন খানের
- পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে এয়ার ইন্ডিয়া, চীনের আকাশ ব্যবহারে লবিং
- ফিলিপাইনে বিক্ষোভের মুখে দুই মন্ত্রীর পদত্যাগ
- ঝিনাইগাতীতে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
হারলেও প্রাপ্তি কম নয়
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
২৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস
সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম