ঐক্য ন্যাপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্য্য বলেছেন, আজকের রাজনীতিতে জনগণের বন্দনা নেই। আছে সংবর্ধনার নামে রাজনৈতিক নেতাদের বন্দনা। দেশের নানা প্রান্তে রাজনৈতিক নেতারা সংবর্ধনা নিতে ব্যস্ত। এসব দেশের কল্যাণ বয়ে আনে না। বৃহস্পতিবার রাতে বাম রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব, ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি পীর হবিবুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দেশে উন্নয়নের রাজনীতি নেই উল্লেখ করে পঙ্কজ ভট্টাচার্য্য আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে এখন নেতাদের খুশি করার জন্য সবাই আগ্রহ সহকারে কাজ করে। কিন্তু বঞ্চিতদের নিয়ে কোনো রাজনৈতিক দল ভাবছে না। আওয়ামী লীগ ও বিএনপিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি জামায়াত ব্যবহার করছে উল্লেখ করে তিনি বলেন, উরস ও ইসলামী সম্মেলনে সভাপতিত্ব করেন আওয়ামী ও বিএনপি নেতারা আর বক্তব্য রাখেন জামায়াত নেতারা। তারা কৌশলে ইসলামী সমাবেশের নামে তাদের রাজনৈতিক আদর্শ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এ ব্যাপারে এখনই সতর্ক না হলে কঠিন খেসারত দিতে হবে। ঐক্য ন্যাপ সিলেট জেলা শাখার সহ-সভাপতি সুকেশ চন্দ্র দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তবারক হোসেন, ঐক্য ন্যাপের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল মোনায়েম নেহর, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আ ন ম শফিকুল হক, সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য ধীরেন সিংহ, পীর হবিবুর রহমানের জামাতা মুক্তিযোদ্ধা মনির উদ্দিন আহমদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, পীর হবিবুরের নাতি বেলায়েত হোসেন লিমন প্রমুখ।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ