ঐক্য ন্যাপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্য্য বলেছেন, আজকের রাজনীতিতে জনগণের বন্দনা নেই। আছে সংবর্ধনার নামে রাজনৈতিক নেতাদের বন্দনা। দেশের নানা প্রান্তে রাজনৈতিক নেতারা সংবর্ধনা নিতে ব্যস্ত। এসব দেশের কল্যাণ বয়ে আনে না। বৃহস্পতিবার রাতে বাম রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব, ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি পীর হবিবুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দেশে উন্নয়নের রাজনীতি নেই উল্লেখ করে পঙ্কজ ভট্টাচার্য্য আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে এখন নেতাদের খুশি করার জন্য সবাই আগ্রহ সহকারে কাজ করে। কিন্তু বঞ্চিতদের নিয়ে কোনো রাজনৈতিক দল ভাবছে না। আওয়ামী লীগ ও বিএনপিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি জামায়াত ব্যবহার করছে উল্লেখ করে তিনি বলেন, উরস ও ইসলামী সম্মেলনে সভাপতিত্ব করেন আওয়ামী ও বিএনপি নেতারা আর বক্তব্য রাখেন জামায়াত নেতারা। তারা কৌশলে ইসলামী সমাবেশের নামে তাদের রাজনৈতিক আদর্শ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এ ব্যাপারে এখনই সতর্ক না হলে কঠিন খেসারত দিতে হবে। ঐক্য ন্যাপ সিলেট জেলা শাখার সহ-সভাপতি সুকেশ চন্দ্র দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তবারক হোসেন, ঐক্য ন্যাপের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল মোনায়েম নেহর, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আ ন ম শফিকুল হক, সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য ধীরেন সিংহ, পীর হবিবুর রহমানের জামাতা মুক্তিযোদ্ধা মনির উদ্দিন আহমদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, পীর হবিবুরের নাতি বেলায়েত হোসেন লিমন প্রমুখ।
শিরোনাম
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
জনগণের বন্দনা নেই রাজনীতিতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর