ঐক্য ন্যাপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্য্য বলেছেন, আজকের রাজনীতিতে জনগণের বন্দনা নেই। আছে সংবর্ধনার নামে রাজনৈতিক নেতাদের বন্দনা। দেশের নানা প্রান্তে রাজনৈতিক নেতারা সংবর্ধনা নিতে ব্যস্ত। এসব দেশের কল্যাণ বয়ে আনে না। বৃহস্পতিবার রাতে বাম রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব, ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি পীর হবিবুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দেশে উন্নয়নের রাজনীতি নেই উল্লেখ করে পঙ্কজ ভট্টাচার্য্য আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে এখন নেতাদের খুশি করার জন্য সবাই আগ্রহ সহকারে কাজ করে। কিন্তু বঞ্চিতদের নিয়ে কোনো রাজনৈতিক দল ভাবছে না। আওয়ামী লীগ ও বিএনপিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি জামায়াত ব্যবহার করছে উল্লেখ করে তিনি বলেন, উরস ও ইসলামী সম্মেলনে সভাপতিত্ব করেন আওয়ামী ও বিএনপি নেতারা আর বক্তব্য রাখেন জামায়াত নেতারা। তারা কৌশলে ইসলামী সমাবেশের নামে তাদের রাজনৈতিক আদর্শ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এ ব্যাপারে এখনই সতর্ক না হলে কঠিন খেসারত দিতে হবে। ঐক্য ন্যাপ সিলেট জেলা শাখার সহ-সভাপতি সুকেশ চন্দ্র দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তবারক হোসেন, ঐক্য ন্যাপের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল মোনায়েম নেহর, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আ ন ম শফিকুল হক, সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য ধীরেন সিংহ, পীর হবিবুর রহমানের জামাতা মুক্তিযোদ্ধা মনির উদ্দিন আহমদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, পীর হবিবুরের নাতি বেলায়েত হোসেন লিমন প্রমুখ।
শিরোনাম
- বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘এইচবিও ম্যাক্স’
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু
- সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু
- লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শ্রীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের