সারা দেশে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ রেলওয়ের স্টেশনগুলো আবারও খুলতে শুরু করেছে। প্রথম দফায় আজ দেশের ৬০টি বন্ধ রেল স্টেশন চালু হবে। আজ দুপুরে নরসিংদীর ঘোড়াশাল রেল স্টেশনে উপস্থিত হয়ে এই স্টেশনটিসহ দেশের ৬০টি স্টেশন পুনঃ চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, গত এক যুগে বাংলাদেশে রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের ছোট-বড় প্রায় ১৮৮টি স্টেশন বন্ধ হয়ে যায়। রেলওয়েতে প্রয়োজনীয় লোকবলের অভাবে রেল বিভাগ বিভিন্ন সময়ে এসব স্টেশন বন্ধ করে দেয়। এর মধ্যে রেলওয়ের পূর্বাঞ্চলে ৬০ ও পশ্চিমাঞ্চলে ১২৮টি স্টেশন বন্ধ রয়েছে। আর বন্ধ হয়ে যাওয়ার পর গত কয়েক বছরে এসব স্টেশনের মূল্যবান জিনিসপত্রও হারিয়ে যায়। চুরি হয়েছে অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বন্ধ এসব স্টেশন চালু করার উদ্যোগ নেয় রেলপথ মন্ত্রণালয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট ও পাকশী বিভাগে শতাধিক স্টেশন প্রায় ১০ বছর বন্ধ রয়েছে। আর পূর্বাঞ্চলে ৬০টি স্টেশন সম্পূর্ণ বন্ধ রয়েছে সাত-আট বছর ধরে। বন্ধ হয়ে যাওয়া স্টেশনগুলোর মধ্যে প্রথম দফায় ঢাকা বিভাগে ২১টি, চট্টগ্রাম বিভাগে ১২টি, পাকশী ২৩টি ও লালমনিরহাটের ৪টি স্টেশন চালু করা হচ্ছে। রেলপথ মন্ত্রী মুজিবুল হক গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, পর্যায়ক্রমে সব বন্ধ স্টেশন খুলে দেওয়া হবে। স্টেশনগুলো চালু রাখতে ইতিমধ্যে প্রয়োজনীয় জনবলও নিয়োগ দেওয়া হয়েছে এবং হচ্ছে। তিনি বলেন, লোকবল সংকটসহ নানা অজুহাতে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এসব স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে রেলওয়ের অনেক ক্ষতি হয়েছে।
শিরোনাম
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
- শ্রীপুরে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বন্ধ হয়ে যাওয়া ৬০ রেলস্টেশন চালু হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর