সারা দেশে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ রেলওয়ের স্টেশনগুলো আবারও খুলতে শুরু করেছে। প্রথম দফায় আজ দেশের ৬০টি বন্ধ রেল স্টেশন চালু হবে। আজ দুপুরে নরসিংদীর ঘোড়াশাল রেল স্টেশনে উপস্থিত হয়ে এই স্টেশনটিসহ দেশের ৬০টি স্টেশন পুনঃ চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, গত এক যুগে বাংলাদেশে রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের ছোট-বড় প্রায় ১৮৮টি স্টেশন বন্ধ হয়ে যায়। রেলওয়েতে প্রয়োজনীয় লোকবলের অভাবে রেল বিভাগ বিভিন্ন সময়ে এসব স্টেশন বন্ধ করে দেয়। এর মধ্যে রেলওয়ের পূর্বাঞ্চলে ৬০ ও পশ্চিমাঞ্চলে ১২৮টি স্টেশন বন্ধ রয়েছে। আর বন্ধ হয়ে যাওয়ার পর গত কয়েক বছরে এসব স্টেশনের মূল্যবান জিনিসপত্রও হারিয়ে যায়। চুরি হয়েছে অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বন্ধ এসব স্টেশন চালু করার উদ্যোগ নেয় রেলপথ মন্ত্রণালয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট ও পাকশী বিভাগে শতাধিক স্টেশন প্রায় ১০ বছর বন্ধ রয়েছে। আর পূর্বাঞ্চলে ৬০টি স্টেশন সম্পূর্ণ বন্ধ রয়েছে সাত-আট বছর ধরে। বন্ধ হয়ে যাওয়া স্টেশনগুলোর মধ্যে প্রথম দফায় ঢাকা বিভাগে ২১টি, চট্টগ্রাম বিভাগে ১২টি, পাকশী ২৩টি ও লালমনিরহাটের ৪টি স্টেশন চালু করা হচ্ছে। রেলপথ মন্ত্রী মুজিবুল হক গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, পর্যায়ক্রমে সব বন্ধ স্টেশন খুলে দেওয়া হবে। স্টেশনগুলো চালু রাখতে ইতিমধ্যে প্রয়োজনীয় জনবলও নিয়োগ দেওয়া হয়েছে এবং হচ্ছে। তিনি বলেন, লোকবল সংকটসহ নানা অজুহাতে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এসব স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে রেলওয়ের অনেক ক্ষতি হয়েছে।
শিরোনাম
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত
- রেলপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
- প্রি-রিলিজেই ৪০০ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়াগান’
- লালদিয়া টার্মিনালে আসছে ৮০০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ : আশিক মাহমুদ
- ঢাবির সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের
বন্ধ হয়ে যাওয়া ৬০ রেলস্টেশন চালু হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর