সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

১৫ জুলাইয়ের মধ্যে শৃঙ্খলাবিধির গেজেট

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাইয়ের মধ্যে শৃঙ্খলাবিধির গেজেট

অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালার গেজেট ১৫ জুলাইয়ের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। গতকাল রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আশা প্রকাশ করে বলেন, এটা বিচারকদের শৃঙ্খলার ওপর প্রভাব রাখবে। খুঁটিনাটি বিষয়গুলো দেখে এটা করা উচিত, যেন এর মধ্যে এমন কিছু না থাকে, যা পরে প্রশ্নবিদ্ধ হয়। এটি অত্যন্ত সূক্ষ্মভাবে দেখা হচ্ছে। আমি আশা করি এ মাসের ১৫ তারিখের আগেই গেজেট হয়ে যাবে।

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আগামী ৯ জুলাই আইন মন্ত্রণালয় ও আইসিটি মন্ত্রণালয়ের মধ্যে বৈঠক হবে। ওই বৈঠকে তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী ও কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। আমার মনে হয়  সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রতিনিধি থাকবেন। সবার সঙ্গে আলোচনা করে একটা শেষ ড্রাফট করার চেষ্টা করব। এর আগে প্রশিক্ষণার্থী বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, আপনাদের বিচারক হয়ে ওঠার পেছনে এ দেশের গরিব-দুঃখী-মেহনতি মানুষের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ অবদান রয়েছে। আর আপনাদের কর্মক্ষেত্রই হলো বিচারপ্রার্থী এসব মানুষের শেষ ভরসাস্থল। তাই বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে এসব সাধারণ মানুষ বিচার বিভাগকে কোন দৃষ্টিতে দেখছে কিংবা তাদের চোখে ন্যায়বিচারের ধারণাই বা কেমন তা বিবেচনায় নিয়ে আপনাদের কাজ করতে হবে। স্বল্প সময়ে, স্বল্প ব্যয়ে ও সহজে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতকরণে আপনাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

সর্বশেষ খবর