বুধবার, ১১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

উচ্চপদের কর্মকর্তাদের দুর্নীতি ধরা জটিল

নিজস্ব প্রতিবেদক

উচ্চপদের কর্মকর্তাদের দুর্নীতি ধরা জটিল

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, উচ্চপদের সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ধরা জটিল ও দুরূহ বিষয়। সাবেক এই সচিব বলেন, ‘আমার মত অন্যরা যখন সচিব পদে কর্মরত ছিলেন। তাদের কারও কারও দুর্নীতি আপনি খুঁজে বের করতে পারতেন না। একজন সরকারি কর্মকর্তা, যিনি কর্মরত আছেন, তিনি যে কাজটা করছেন। উনি ঠিকই ফাইলটা উনার আওতায় রেখে দিচ্ছেন। আপনি যতই রিপোর্ট করেন না কেন। এই ফাইল বের করা সহজ নয়।’ গতকাল দুদকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। পুলিশ কর্মকর্তারা হলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম ও পুলিশ সদর দফতরের এক কর্মকর্তা। দুদক চেয়ারম্যান বলেন, পুলিশের প্রতি জনগণের আস্থা দিন দিন বাড়ছে। দুদকের অভিযানে পুলিশের সহযোগিতা বেড়েছে। তিনি দুষ্টের দমন ও যানজট নিয়ন্ত্রণে পুলিশের সাম্প্রতিক ভূমিকার প্রশংসা করে বলেন, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে উল্টোপথে গাড়ি চালানো বন্ধে চলমান অভিযান আরও বাড়াতে হবে। এ ছাড়া দুদকের সশস্ত্র ইউনিটে ২০ সদস্যের যোগদানকে স্বাগত জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, শিগগিরই দুদকে হাজতখানা চালু করা হচ্ছে। এ ছাড়া দুদকের হটলাইন সেবা ‘১০৬’ চালু হওয়ায় প্রতিদিন দুদকের অভিযান চলছে। এসব অভিযানে স্থানীয় থানার সহযোগিতা দরকার হয়। পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, দুদকের যে কোনো আইনগত কাজে পুলিশের সহযোগিতা থাকবে।

সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত : ফাঁদ মামলায় সম্পৃক্ততার অভিযোগে দুদকের বগুড়া সমন্বিত জেলার সহকারী পরিচালক আমিনুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল দুদকের প্রধান কার্যালয় থেকে এ আদেশ জারি করা হয়। তার বিরুদ্ধে সাম্প্রতিক ফাঁদ মামলার ১০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।

সর্বশেষ খবর