বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮ ০০:০০ টা

কথা হয়েছে দেশের স্বার্থ নিয়ে : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সম্প্রতি ভারত সফর এবং সোমবার আমেরিকান দূতাবাসে গিয়ে কারও বিরুদ্ধে নালিশ করিনি। আগামী নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। কথা হয়েছে বাংলাদেশের স্বার্থ, জাতীয় স্বার্থ নিয়ে।

গত মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আদমজী জুট মিল চালু সংগ্রাম পরিষদ আয়োজিত মে দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমাদের ভারত সফরকে অনেকেই নির্বাচনের সঙ্গে সম্পর্কিত করেছে। রাজনীতির সঙ্গে একটা নীতি-নৈতিকতার সম্পর্ক থাকে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সেক্রেটারি জেনারেল গত বছরের শেষদিকে সরকারি সফরে বাংলাদেশে এসেছিলেন। আমার সঙ্গে তার দেখা হয়েছে। স্টেট মিনিস্টারস অব ফরেন এফেয়ারস সকালের একটি নাস্তার আয়োজন করেছিল। সেখানে আমাকে তিনি একটি প্রতিনিধি দল নিয়ে ভারত সফরের আমন্ত্রণ জানান। পরে আনুষ্ঠানিকভাবে ডিসেম্বর মাসে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। নানা কারণে যাওয়া হচ্ছিল না। ছয় দিনের প্রোগ্রাম দুই দিনে সারতে হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের ৩২ মিনিট সময় দিয়েছেন। আমাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেছেন এবং পরে ফটোসেশন করেছেন। তিনি বলেন, ভারতে গিয়ে আগামী নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও কোনো কথা হয়নি। কথা হয়েছে তিস্তা নিয়ে, রোহিঙ্গা সমস্যা নিয়ে। জঙ্গিবাদ নির্মূলে পারস্পরিক সহযোগিতা নিয়ে কথা হয়েছে। ওবায়দুল কাদের বলেন, একইভাবে আমেরিকার রাষ্ট্রদূতের আমন্ত্রণে সৌজন্য নৈশভোজে অংশ নিয়েছি। এখানে লুকোচুরির কিছু নেই। সেখানেও আমরা দেশের স্বার্থ নিয়ে কথা বলেছি। যেসব কথা জনসমাবেশে বলি, মিটিংয়ে বলি, সংবাদ সম্মেলনে বলি, সেগুলো অন্য কোথাও বলি না। কারও কাছে নালিশ করে আমরা রাজনীতি করতে আসিনি। শ্রমিক নেতা শাহাবুদ্দিন মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

সর্বশেষ খবর