এখনো অনেক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া রেট আমানতের সুদ হার ৬ শতাংশ কার্যকর করেনি। বিভিন্ন ব্যাংকের ওয়েবসাইট ঘেঁটে ভিন্ন ভিন্ন সুদ হারের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া একাধিক ব্যাংকের আমানতকারী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে কোনো কোনো ব্যাংক এখনো ৭ থেকে ৯ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে আমানত সংগ্রহের চেষ্টা করছে। এ অবস্থা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাকে উপেক্ষিত করার শামিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে, বেসরকারি খাতের ওয়ান ব্যাংক এখনো ৯ শতাংশ হারে এবং প্রাইম ব্যাংক ৭ শতাংশ সুদ দিয়ে আমানত সংগ্রহ করছে। বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনা না মানাকে ঔদ্ধত্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে ব্যাংক খাতে নতুন করে এক ধরনের অস্থিরতার আশঙ্কা করা হচ্ছে। কেননা আমানতে সুদ হার বেঁধে দেওয়া সত্ত্বেও ব্যাংকগুলো তা মানছে না। এতে একদিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা উপেক্ষিত হচ্ছে। অন্যদিকে আমানত সংগ্রহের ক্ষেত্রে ব্যাংক খাতে শুরু হওয়া অসম প্রতিযোগিতার অবসান হচ্ছে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরকারি আমানত রাখার অংশ হিসেবে এখনো কিছু কিছু ব্যাংককে ৯ শতাংশ সুদে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এতেও বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া আমানতের সুদ হারের নির্দেশনা উপেক্ষিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অথচ বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) ও বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী সব ব্যাংকের আমানতের সুদ হার ৬ শতাংশের বেশি হওয়ার কথা নয়। কিন্তু এ সিদ্ধান্ত মানতে গিয়ে কোনো কোনো ব্যাংক আমানতের সুদহার আড়াই শতাংশেও নামিয়েছে। আবার কেউ কেউ উচ্চ সুদে আমানত নিচ্ছে। বিএবির সিদ্ধান্তের সঙ্গে খাপ খাওয়াতে ৯১ দিন, ১৮২ দিনসহ বিভিন্ন মেয়াদি নতুন নতুন আমানত প্রকল্প ঘোষণা করেছে ব্যাংকগুলো। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এখানে বাংলাদেশ ব্যাংকের নজরদারি বাড়াতে হবে। আর ব্যাংকগুলোরও নির্দেশনা মেনে চলার মানসিকতা থাকতে হবে। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা আরও কার্যকর হতে হবে বলে তিনি মনে করেন।
শিরোনাম
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
আমানতের ৬ শতাংশ সুদ মানছে না অনেক ব্যাংকই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর