এখনো অনেক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া রেট আমানতের সুদ হার ৬ শতাংশ কার্যকর করেনি। বিভিন্ন ব্যাংকের ওয়েবসাইট ঘেঁটে ভিন্ন ভিন্ন সুদ হারের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া একাধিক ব্যাংকের আমানতকারী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে কোনো কোনো ব্যাংক এখনো ৭ থেকে ৯ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে আমানত সংগ্রহের চেষ্টা করছে। এ অবস্থা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাকে উপেক্ষিত করার শামিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে, বেসরকারি খাতের ওয়ান ব্যাংক এখনো ৯ শতাংশ হারে এবং প্রাইম ব্যাংক ৭ শতাংশ সুদ দিয়ে আমানত সংগ্রহ করছে। বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনা না মানাকে ঔদ্ধত্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে ব্যাংক খাতে নতুন করে এক ধরনের অস্থিরতার আশঙ্কা করা হচ্ছে। কেননা আমানতে সুদ হার বেঁধে দেওয়া সত্ত্বেও ব্যাংকগুলো তা মানছে না। এতে একদিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা উপেক্ষিত হচ্ছে। অন্যদিকে আমানত সংগ্রহের ক্ষেত্রে ব্যাংক খাতে শুরু হওয়া অসম প্রতিযোগিতার অবসান হচ্ছে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরকারি আমানত রাখার অংশ হিসেবে এখনো কিছু কিছু ব্যাংককে ৯ শতাংশ সুদে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এতেও বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া আমানতের সুদ হারের নির্দেশনা উপেক্ষিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অথচ বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) ও বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী সব ব্যাংকের আমানতের সুদ হার ৬ শতাংশের বেশি হওয়ার কথা নয়। কিন্তু এ সিদ্ধান্ত মানতে গিয়ে কোনো কোনো ব্যাংক আমানতের সুদহার আড়াই শতাংশেও নামিয়েছে। আবার কেউ কেউ উচ্চ সুদে আমানত নিচ্ছে। বিএবির সিদ্ধান্তের সঙ্গে খাপ খাওয়াতে ৯১ দিন, ১৮২ দিনসহ বিভিন্ন মেয়াদি নতুন নতুন আমানত প্রকল্প ঘোষণা করেছে ব্যাংকগুলো। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এখানে বাংলাদেশ ব্যাংকের নজরদারি বাড়াতে হবে। আর ব্যাংকগুলোরও নির্দেশনা মেনে চলার মানসিকতা থাকতে হবে। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা আরও কার্যকর হতে হবে বলে তিনি মনে করেন।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ