মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য দরকার

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য দরকার

সীমান্তে আমদানি-রপ্তানি বাণিজ্যকে পুনরুজ্জীবিত করতে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চালুর পক্ষে সরব হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তার অভিমত, এর ফলে একাধিক পণ্যের কালোবাজারি এবং বেআইনিভাবে পাচার রোধ করা যাবে। গত রবিবার বিকালে নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিপ্লব দেব। তিনি আরও বলেন, ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে বহু বছর ধরে গুরুত্বপূর্ণ পণ্যের আমদানি-রপ্তানির ওপর বিধিনিষেধ চলে আসছে। এর ফলে কেবলমাত্র বাণিজ্যিক ভারসাম্যহীনতাই বাড়িয়ে তুলছে না বরং অবৈধ বাণিজ্যকেও উৎসাহিত করছে। অথচ এই পণ্যগুলো পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ চলে যাচ্ছে। সেখানে কোনো বিধিনিষেধ নেই।

সর্বশেষ খবর