স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যে দলের নেত্রী এতিমের টাকা চুরির দায়ে সাজা খাটেন, সেই নেত্রী ও তার দলকে এ দেশের জনগণ আর কখনোই ভোট দিয়ে ক্ষমতায় আনবে না। যে সরকার মানুষের উন্নয়নে কাজ করে সেই দলকেই মানুষ ভোট দেবে, চোরের দলকে কেউ আর ভোট দেবে না। এদেশের মানুষ উন্নয়নে বিশ্বাসী, ফলে আওয়ামী লীগ যেভাবে উন্নয়নে কাজ করে যাচ্ছে তাতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসবে। মন্ত্রী গতকাল বিকালে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী প্রচারণা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। অন্য দল ক্ষমতায় থাকলে শুধু লুটপাট হয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণেই দেশ আজ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা এখন আর বিদেশিদের কাছ থেকে সাহায্য নেই না, আমরা এখন আশপাশের রাষ্ট্রকে সাহায্য দিয়ে থাকি। ঈশান গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান বেপারীর সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু, জেলা পরিষদের সদস্য ঝর্ণা হাসান, জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরকত ইবনে সালাম, থানা আওয়ামী লীগের সভাপতি আ. রাজ্জাক মোল্যা, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা প্রমুখ।
শিরোনাম
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
এতিমের টাকা চোরদের ভোট দেবেন না
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর