বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশ প্রতিদিন এবার লন্ডন থেকে প্রকাশ হবে

নিজস্ব প্রতিবেদক

এবার লন্ডন থেকে প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রতিদিন। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ইউরোপের সবচেয়ে বেশি বাঙালি-অধ্যুষিত শহরটিতে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিকটি প্রকাশের মুখ দেখবে। বাংলাদেশ প্রতিদিনের লন্ডন সংস্করণটি প্রকাশিত হবে সপ্তাহে এক দিন। বর্তমানে উত্তর আমেরিকায় বাংলাদেশ প্রতিদিন সপ্তাহে এক দিন প্রকাশিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যাপক সফলতার পর কাগজটির ইউরোপ সংস্করণের অংশ হিসেবে এটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লন্ডনের পাশাপাশি ইতালির রাজধানী রোম ও ফ্রান্সের রাজধানী প্যারিসেও বাংলাদেশ প্রতিদিন পাওয়া যাবে। এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বাংলানিউজকে বলেন, ‘উত্তর আমেরিকায় ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে আমরা ইউরোপে প্রবেশ করছি। লন্ডন থেকে প্রকাশিত সংখ্যাটি প্যারিস ও রোমেও  পাওয়া যাবে। আপাতত সপ্তাহে এক দিন প্রকাশিত হবে ইউরোপ সংখ্যা বাংলাদেশ প্রতিদিন। এরপর আমরা মধ্যপ্রাচ্যে প্রবেশ করব।’ তিনি বলেন, ‘প্রিন্ট মিডিয়া যখন বিশ্বব্যাপী চ্যালেঞ্জের মুখে, ঠিক তখনই একটি বাংলা পত্রিকাকে আন্তর্জাতিক অবস্থানে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছি আমরা। চ্যালেঞ্জ গ্রহণ করার মধ্যেও আনন্দ থাকে। বাংলাদেশ প্রতিদিন সেই চ্যালেঞ্জ নিয়েই বাংলাদেশে প্রচারসংখ্যার শীর্ষে অবস্থান করছে। আমি বিশ্বাস করি, বাংলা ভাষার পাঠকদের কাছে বাংলাদেশ প্রতিদিন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। হয়ে থাকবে আস্থার প্রতীক।’ নঈম নিজাম বলেন, ‘সাফল্য অর্জনের চেয়ে তা ধরে রাখা কঠিন। সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করে এবং নতুন নতুন লক্ষ্য নিয়ে প্রতিদিন জোর কদমে এগিয়ে চলেছে বাংলাদেশ প্রতিদিন, এগিয়ে যাবে বিশ্বজুড়ে।’

সর্বশেষ খবর