শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

পাকিস্তানকে উড়িয়ে সেমির পথে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

গোল করে তপু বর্মণ জার্সি খুলে যে ভঙ্গিতে উল্লাস করলেন, দর্শকরা তা অনেক দিন মনে রাখবেন। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচটি যখন ড্রয়ের পথে এগোচ্ছিল, ঠিক তখনই ৮৪ মিনিটে চমৎকার হেডে গোল করেন তপু। তার দেওয়া এই গোলেই গ্রুপে বাংলাদেশ টানা দুই জয় পেয়ে সেমিফাইনালের পথটা প্রায় নিশ্চিত করে ফেলল। প্রথম ম্যাচে লাল-সবুজের দল ২-০ গোলে হারিয়েছে ভুটানকে। পাকিস্তানের বিরুদ্ধে জয় ১-০ গোলে।

গতকাল খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে দুই দলই মরিয়া হয়ে খেলতে থাকে। শেষ দিকে খেলার গতি আরও বাড়িয়ে দেয় বাংলাদেশ। একের পর এক আক্রমণ করে পাকিস্তানকে এলোমেলো করে দেয়। ৮৪ মিনিটে কর্নার থেকে বল পেয়ে হেডে পাকিস্তানের জালে জড়িয়ে দেন ডিফেন্ডার তপু বর্মণ। বাংলাদেশ এখন গ্রুপের শীর্ষে। শেষ ম্যাচে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ নেপাল। প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে জিতেছিল পাকিস্তান, কিন্তু গতকাল বাংলাদেশের কাছে হেরে গিয়ে গ্রুপের তৃতীয় স্থানে চলে গেছে। কেন না দিনের আগের ম্যাচে ভুটানকে ৪-০ গোলে গুড়িয়ে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেছে নেপাল।

সর্বশেষ খবর