বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বর্তমানে দেশে নির্বাচনের নামে প্রহসন চলছে। কিন্তু প্রমাণ হচ্ছে প্রতিটি নির্বাচনই স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে, এটি বর্তমান সরকারের ম্যাজিক। সে কারণে সরকারকে ধন্যবাদ জানানো উচিত। তিনি বলেন, আমরা বিকল্প চাই, দুঃশাসনের নব চেতনা চাই না। গতকাল রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিশিষ্ট বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এতে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মোহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ, সিপিবির সাধারণ সম্পাদক মো. শাহ আলম প্রমুখ বক্তব্য রাখেন। মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশের পরিস্থিতি জটিল। শাসক শ্রেণি বিরাজমান সমস্যা সমাধান করতে পারছে না। এই দুঃশাসনের উৎস নির্মূল করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সে জন্য বাম গণতান্ত্রিক জোট রাজপথে আন্দোলন অব্যাহত রেখেছে। দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী সভা-সমাবেশ করা হবে। দাবি আদায় হলে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেব। আর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে চলমান পদ্ধতিতে নির্বাচনে অংশ নেব না। অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, বামদের ঐক্য থাকলে দেশের অবস্থা আরও ভালো থাকত। কর্মসূচি নিলে তা বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, দেশে উন্নয়ন হচ্ছে কিন্তু সুশাসনের ঘাটতি আছে। এ অবস্থার পরিবর্তন দরকার।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল