রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনে সরকারের ম্যাজিক

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে সরকারের ম্যাজিক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বর্তমানে দেশে নির্বাচনের নামে প্রহসন চলছে। কিন্তু প্রমাণ হচ্ছে প্রতিটি নির্বাচনই স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে, এটি বর্তমান সরকারের ম্যাজিক। সে কারণে সরকারকে ধন্যবাদ জানানো উচিত। তিনি বলেন, আমরা বিকল্প চাই, দুঃশাসনের নব চেতনা চাই না। গতকাল রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিশিষ্ট বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এতে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মোহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ, সিপিবির সাধারণ সম্পাদক মো. শাহ আলম প্রমুখ বক্তব্য রাখেন। মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশের পরিস্থিতি জটিল। শাসক শ্রেণি বিরাজমান সমস্যা সমাধান করতে পারছে না। এই দুঃশাসনের উৎস নির্মূল করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সে জন্য বাম গণতান্ত্রিক জোট রাজপথে আন্দোলন অব্যাহত রেখেছে। দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী সভা-সমাবেশ করা হবে। দাবি আদায় হলে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেব। আর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে চলমান পদ্ধতিতে নির্বাচনে অংশ নেব না। অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, বামদের ঐক্য থাকলে দেশের অবস্থা আরও ভালো থাকত। কর্মসূচি নিলে তা বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, দেশে উন্নয়ন হচ্ছে কিন্তু সুশাসনের ঘাটতি আছে। এ অবস্থার পরিবর্তন দরকার।

সর্বশেষ খবর