বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলকে পৌঁছলেন মুশফিকুর রহিম। এই মাইলফলকে পৌঁছতে তিনি ১৯০টি ম্যাচ খেলেছেন। এশিয়া কাপ শুরুর আগে পাঁচ হাজার রান থেকে মাত্র ১৭২ রান দূরে ছিলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই ১৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। পরের ম্যাচেই মাইলফলকটা স্পর্শ করবেন বলে ভেবেছিলেন অনেকে। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে বিশ্রামে ছিলেন তিনি। আর ভারতের বিপক্ষে সুপারফোরের ম্যাচে মাত্র ২১ রান করেই সাজঘরে ফেরেন মুশফিক। গতকাল আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে পাঁচ হাজার রান করতে তার প্রয়োজন ছিল কেবল ৭ রান। মুশফিক ৩৩ রান করে রান আউটের শিকার হন। ১৯০ রানে ৫০২৬ রান করলেন তিনি। এর মধ্যে ৬টি সেঞ্চুরি ছাড়াও আছে ২৯টি হাফ সেঞ্চুরি। বাংলাদেশের তৃতীয় এবং বিশ্বের ৮৪তম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন মুশফিক। ওয়ানডেতে মুশফিকের আগেই পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তামিম ইকবাল ১৮৩ ম্যাচেই করেছেন ৬৩০৭ রান। তিনি ১১টি সেঞ্চুরি ছাড়াও করেছেন ৪২টি হাফ সেঞ্চুরি। অন্যদিকে সাকিব আল হাসান ১৯১ ম্যাচে করেছেন ৫৪৮২ রান। সাকিব আল হাসান ৭টি সেঞ্চুরি ছাড়া ৩৯টি হাফ সেঞ্চুরি করেছেন। চতুর্থ কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের ওয়ানডেতে পাঁচ হাজার রান দেখতে বহুদিন অপেক্ষায় থাকতে হবে ভক্তদের। মুশফিকের পর চতুর্থ স্থানে থাকা মাহমুদুল্লাহর রান ৩৫২৩। পরের স্থানটি মোহাম্মদ আশরাফুলের ৩৪৬৮।
শিরোনাম
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন