আইনি ভিত্তিতে সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হলেও তা নিয়ে বাড়তি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না। তবে আইনি পরিবর্তন এবং জনগণের সম্মতি নিয়েই ইভিএম চালু করার ইচ্ছা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। মঙ্গলবার বিকালে দিনাজপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন সিইসি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোড ম্যাপ অনুযায়ী দিনাজপুর সফরের প্রথম ধাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করতে আমাদের সব রকম ব্যবস্থা রয়েছে। নির্বাচনে কোনো গাফিলতি বরদাশত করা হবে না। নির্বাচনে আমরা সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব খোন্দকার মিজানুর রহমান, জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুরসহ জেলা প্রশাসনের সব স্তরের কর্মকর্তা, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েমসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকতারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে রংপুর বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, দিনাজপুর জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
শিরোনাম
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ