বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

জাতীয় পার্টির মুখপাত্র হাওলাদার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির মুখপাত্র হাওলাদার

জাতীয় পার্টির একমাত্র মুখপাত্র হিসেবে মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে দায়িত্ব দিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। নির্দেশ মোতাবেক দলীয় নীতি ও সিদ্ধান্তের বিষয়াদি সম্পর্কে একমাত্র মহাসচিবই মিডিয়াকে অবহিত করা এবং মিডিয়ার কাছে বক্তব্য রাখার এখতিয়ার রাখবেন। মিডিয়ায় দলীয় অন্য কারও বক্তব্য বা মন্তব্য তার নিজস্ব হিসেবে বিবেচিত হবে। গতকাল এক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটেরও প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার সেই দায়িত্বও বহাল থাকবে। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে চতুর্থ দিনের মতো মনোনয়নপত্র বিক্রি পরিদর্শনে এসে সাংবাদিকদের এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, রাজনৈতিক দলগুলোর অফিসের দিকে তাকালেই বোঝা যায় উৎসবমুখর পরিবেশে নির্বাচন শুরু হয়েছে। দেশের মানুষও এমন উৎসবমুখর নির্বাচন চায়। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতির প্রত্যাশা। তিনি বলেন, তিনশ আসনেই নির্বাচনের প্রস্তুতি আছে জাতীয় পার্টির। তবে মহাজোটের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।

সর্বশেষ খবর