শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

১৪ দলের শরিকদের বিরোধী দলে থাকা ভালো

নিজস্ব প্রতিবেদক

১৪ দলের শরিকদের বিরোধী দলে থাকা ভালো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক কারণে ১৪ দলের শরিকদের বিরোধী দলে থাকাই ভালো। তার দল চায় সরকারের গঠনমূলক সমালোচনা করে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবেন শরিক দলের এমপিরা। এতে সরকারের ভুল সংশোধন এবং সমালোচনার সুযোগ থাকবে। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। আগামীকাল শনিবার এ উদ্যানে আওয়ামী লীগের বিজয় উৎসবের প্রস্তুতি দেখতে যান তিনি। নির্বাচনে যেমন আওয়ামী লীগের পক্ষে বিপুল গণজোয়ার সৃষ্টি হয়েছিল, আগামীকালের বিজয় সমাবেশেও তেমনি গণজোয়ার সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন দলটির সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, ১৪ দল আওয়ামী লীগের আদর্শিক জোট। আর জাতীয় পার্টি কৌশলগত জোটের অংশ। তারা শুধু নির্বাচনী শরিক। কাজেই ১৪ দলের শরিকরা সংসদে কী ভূমিকায় থাকবেন সেটা আলোচনার মাধ্যমেই ঠিক করা হবে। এ সময় জোটে কোনো টানাপড়েন নেই বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, পরাজিত বিএনপি বেপরোয়া হলেও সরকার ধৈর্যশীল। আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়ে বিপুল বিজয় উপহার দিয়েছে। আর এ বিজয় জনগণের প্রতি বিশাল দায়িত্বের নামান্তর।

সর্বশেষ খবর