বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভারতে নাগরিকত্ব বিল বাতিল

প্রতিদিন ডেস্ক

ভারতের রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি হওয়ায় বাতিল হয়ে গেছে বহুল আলোচিত নাগরিকত্ব বিল এবং তিন তালাক বিল। ভারতের পরবর্তী সরকার নতুন করে  তৈরি করবে এই বিল দুটি। সূত্র : অনলাইন।

গতকাল ছিল বাজেট অধিবেশনের শেষ দিন। বিজেপি সরকার চেষ্টা করছিল বিল দুটি পাস করিয়ে নেওয়ার। কিন্তু তার আগেই রাফাল (যুদ্ধবিমান) চুক্তি নিয়ে রিপোর্ট  পেশ হয়। সেই রিপোর্ট পেশ হতেই হট্টগোল শুরু করেন বিরোধীরা। হট্টগোলের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য রাজ্যসভার অধিবেশন মুলতবি কওে দেন স্পিকার  বেঙ্কাইয়া নাইড়ু। উল্লেখ্য, দুটি বিলই বিতর্কিত। বিলের প্রতিবাদেই ভুপেন হাজারিকাকে দেওয়া ভারতরত্ন নিতে অস্বীকার করেছেন তার ছেলে তেজ হাজারিকা।

সর্বশেষ খবর