সোমবার, ৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

এরশাদকে দেখতে রংপুরে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক, রংপুর

এরশাদকে দেখতে রংপুরে মানুষের ঢল

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে এবং বিরোধীদলীয় নেতা হিসেবে শপথের পর জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই প্রথম রংপুরে এসেছেন। তিনি গতকাল দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে রংপুর ক্যান্টনমেন্টে পৌঁছান। সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীর, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক হাজী আবদুর রাজ্জাক, শাফিউল ইসলাম শাফীসহ দলীয় নেতারা। সেনানিবাস থেকে বের হওয়ার পর সহস্র্রাধিক মোটরসাইকেল শোভাযাত্রা দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় তার পৈতৃক নিবাস নগরীর সেনপাড়ার স্কাইভিউ ভবনে। এরপর তিনি চলে যান দর্শনায় তার বাসভবন পল্লী নিবাসে। সেখানে তাকে দেখতে মানুষের ঢল নামে। জানা গেছে, পল্লী নিবাসে তিনি বাড়ি নির্মাণ কাজের অগ্রগতির খোঁজখবর নিয়ে দেড়টায় নগরীর জিএল রায় রোডের তিনতারকা হোটেল গ্র্যান্ড প্যালেসে আসেন। ঢাকা থেকে তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, পুত্র এরিখ এরশাদ ও ব্যক্তিগত সহকারীরা।

সর্বশেষ খবর