রবিবার, ১০ মার্চ, ২০১৯ ০০:০০ টা

মুখ ফসকে সত্য বলেছেন সিইসি

নিজস্ব প্রতিবেদক

মুখ ফসকে সত্য বলেছেন সিইসি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আসল সত্যটি এখন প্রধান নির্বাচন কমিশনার মুখ ফসকে বলে ফেলেছেন। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া দস্যুতারই নামান্তর। ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে সেই ‘দস্যুতার’ আচরণ করেছেন সিইসি। গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। তিনি আরও বলেন, ‘প্যান্ডোরার বাক্স থেকে এখন আসল ঘটনাগুলো বের হতে শুরু করেছে। থলের বিড়ালকে বেশি দিন আটকে রাখতে পারলেন না কে এম নূরুল হুদা। আসলে সত্যকে ঢেকে রাখলেও তাতে লাভ হয় না। সত্য কুহেলিকার আচ্ছাদন ভেদ করে বের হবেই। ইভিএম চালু হলে নাকি ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভর্তির ঝুঁকি কমবে, কথা বলেছেন সিইসি।’ সিইসির উদ্দেশে রিজভী বলেন, এখন তাঁর ও তাঁর ‘সহচরদের’ মুখ দিয়েই আসল সত্যটি প্রকাশিত হতে শুরু করেছে। অথচ তিনি ৩০ ডিসেম্বর রাত থেকেই সুষ্ঠু নির্বাচনের ঝুড়িঝুড়ি গালগল্প শুনিয়েছেন মানুষকে। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবদুস সালাম, আসাদুল করীম শাহীন, আবদুল আউয়াল খান, তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর