মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

অসহযোগ আন্দোলনে অচল সারা দেশ

তানিয়া তুষ্টি

অসহযোগ আন্দোলনে অচল সারা দেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত অসহযোগ আন্দোলনে সর্বাত্মক সমর্থন জানায় দেশবাসী। ১৯৭১ সালের ১২ মার্চ সরকারি-আধাসরকারি

কর্মচারীদের কর্মস্থল বর্জন, শিক্ষাপ্রতিষ্ঠানে তালা, সরকারি ও বেসরকারি ভবন, ব্যবসা প্রতিষ্ঠান, বাসগৃহ ও যানবাহনে কালো পতাকা ওড়ানোর মাধ্যমে প্রতিবাদ অব্যাহত থাকে। শুধু বাংলাদেশেই এই গণজোয়ারের প্রতিফলন নয় বিদেশের বুকেও নানা কর্মসূচি পালন করতে থাকেন বাংলাদেশের পক্ষের শক্তি। লাহোরে এক সংবাদ সম্মেলনে গণঐক্য আন্দোলনের প্রধান এয়ার মার্শাল (অব.) আসগর খান বলেন, ভাগ্যের কী নির্মম পরিহাস, দোষ করা হলো লাহোরে কিন্তু বুলেট বর্ষিত হলো ঢাকায়। তিনি বলেন, বাংলার জনসাধারণ সমান অধিকার নিয়ে থাকতে চায়, পশ্চিমাঞ্চলের দাস হিসেবে নয়। পাকিস্তানকে রক্ষা করার জন্য একটি মাত্র পথ খোলা রয়েছে। আর তা হচ্ছে শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর। বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে চলচ্চিত্র প্রদর্শকরা ঢাকাসহ সারা দেশে অনির্দিষ্টকাল প্রেক্ষাগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের জন্য প্রেরিত খাদ্য বোঝাই মার্কিন জাহাজের গতি বদলে করাচি পাঠানো হয়। প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন মনসুর আলী এক বিবৃতিতে এই ঘটনায় উৎকণ্ঠা ও নিন্দা প্রকাশ করেন। এইদিনে বগুড়া জেলখানা ভেঙে ২৭ জন কয়েদি পালিয়ে যায়। কারারক্ষীদের গুলিতে ১ জন কয়েদি নিহত ও ১৫ জন আহত হন।

সর্বশেষ খবর