ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় পিবিআই ঢাকার ফকিরাপুল থেকে বৃহস্পতিবার রাতে সোনাগাজীর পৌর কাউন্সিলর মকসুদুর আলম, চট্টগ্রাম থেকে জাবেদ হোসেন ও গতকাল সকালে ময়মনসিংহের ভালুকা থেকে অধ্যক্ষের একান্ত সহযোগী শিবির নেতা ও মাদ্রাসা ছাত্র নূর উদ্দিনকে আটক করেছে। পিবিআইর ইন্সপেক্টর মো. মোনায়েম জানান, শুক্রবার পৌর কাউন্সিলর মকসুদের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে তোলা হয়। আগামী সোমবার তার রিমান্ড শুনানি হবে বলে রাতে আদালত জানিয়েছে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইর ইন্সপেক্টর শাহআলম জানান, নুসরাত হত্যাকারীদের ধরতে পিবিআই সেন্ট্রালি তদারকি করছে। আসামিদের ধরতে ও প্রকৃত খুনিদের বের করতে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি ৮ জন। এ পর্যন্ত পুলিশ ও পিবিআই এজাহারভুক্ত ৬ আসামিসহ ১২জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাকে ৭দিন ও বাকি ৮জনকে ৫দিন করে রিমান্ড দিয়েছে আদালত। বর্তমানে রিমান্ডে থাকা আসামিরা হচ্ছে, মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা, আলাউদ্দিন, নূর হোসেন, শহিদুল আলম, কেফায়েত উল্যাহ, মাদ্রাসার প্রভাষক আবছার উদ্দিন, সহপাঠী আরিফ, অধ্যক্ষের শ্যালিকার মেয়ে পপি ও জোবায়ের আহম্মেদ। এখনো এজহারভুক্ত আসামি শাহাদাত হোসেন শামীম, হাফেজ আব্দুল কাদের গ্রেফতার হয়নি। মাকসুদকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি : ফেনী প্রতিনিধি জানান, রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলার আসামি হওয়ায় আওয়ামী লীগ নেতা মাকসুদ আলমকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন জানান, গতকাল রাত ৯টার দিকে তাকে অব্যাহতি দেওয়ার এই সিদ্ধান্ত হয়। মাকসুদ সোনাগাজী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
নুসরাতকে পুড়িয়ে হত্য
কাউন্সিলর মকসুদ, নূরসহ গ্রেফতার আরও ৩
ফেনী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর