রবিবার, ২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

স্বচ্ছ ট্রেডিং নিশ্চিত করতে হবে

---- ফারুক আহমেদ সিদ্দিকী

স্বচ্ছ ট্রেডিং নিশ্চিত করতে হবে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি-এর সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেছেন, পুঁজিবাজারে শেয়ারদর বাড়বে কমবে এটা স্বাভাবিক প্রক্রিয়া।

কিন্তু এখন যে ট্রেডিং হচ্ছে সেটা অস্বচ্ছ। ট্রেডিংয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, ২০১০ সালের পর স্টক এক্সচেঞ্জের মালিকানা পৃথক্করণ করা হয়। কিন্তু বাস্তবে এটা কিছুই হয়নি। স্টক এক্সচেঞ্জ ও ট্রেডার মালিকানা আলাদা থাকবে। কিন্তু এক ধরনের জগাখিচুড়ি করে ট্রেডাররা মালিকানা ধরে রেখেছেন। তারা নিজেদের ইচ্ছামতো ট্রেড করছেন। সাধারণ বিনিয়োগকারী যারা তাদের স্বার্থ রক্ষা হচ্ছে না। স্টক এক্সচেঞ্জের মালিকানা পুরোপুরি জনগণের হাতে ছেড়ে দিতে হবে। তিনি বলেন, মানহীন কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে। বিএসইসি এ ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানসম্পন্ন কোম্পানি তালিকাভুক্তিতে জোর দিতে হবে। যারা মেনুপুলেশন করে তাদের খুঁজে বের করতে হবে। এই মেনুপুলেট ব্যক্তিরা বাজারে সক্রিয় থাকলে আস্থা ফিরবে না। স্থিতিশীল হবে না পুুঁজিবাজার।

সর্বশেষ খবর