শুক্রবার, ৩ মে, ২০১৯ ০০:০০ টা

৪৩ বছরে সবচেয়ে শক্তিশালী

প্রতিদিন ডেস্ক

ঘূর্ণিঝড় ফণী ভয়ঙ্কর শক্তির বিস্ফোরণ ঘটিয়ে তা-বলীলা দেখাতে পারে বলে উল্লেখ করেছে ভারতীয় ইংরেজি দৈনিক দ্য হিন্দু। এতে বলা হয়েছে, ১৯৭৬ সালের পর এত শক্তিশালী ঝড়ের মুখোমুখি হয়নি এই অঞ্চল। ভারতের আবহাওয়া অধিদফতরের বরাত দিয়ে দ্য হিন্দু গতকাল বলেছে, গত ৪৩ বছরে অর্থাৎ ১৯৭৬ সাল  থেকে এখন পর্যন্ত এপ্রিল মাসে বঙ্গোপসাগরে যতগুলো ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে তার কোনোটি কখনই এত শক্তিশালী আকার ধারণ করেনি। এ ছাড়া ভারতের আবহাওয়া অধিদফতরের মহাপরিচালক কে জি রমেশ বলেন, এ ধরনের ঝড়  বৈশ্বিক উষ্ণতা পরিবর্তনের ফল। বঙ্গোপসাগরের বায়ুম লের পরিবর্তনের কারণে এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। বৈশ্বিক উষ্ণতার সঙ্গে এখন আমাদের এ ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি এবং পূর্ব সতর্কতা নিতে হবে। তবে এই ঝড়ের কারণে আগাম বর্ষা শুরুর সম্ভাবনা নেই। ভারতীয় আবহাওয়া অধিদফতরের ঘূর্ণিঝড়-পরিসংখ্যান শাখা বলছে, ১৯৬৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত বঙ্গোপসাগর এবং আরব সাগরে মোট ৪৬টি প্রবল ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। এর মধ্যে ২৮টি ঝড়ের সৃষ্টি হয়েছিল অক্টোবর-নভেম্বর মাসে। এ ছাড়া সাতটি মে মাসে এবং ১৯৬৬ ও ১৯৭৬ সালে মাত্র দুটি ঝড় সৃষ্টি হয় এপ্রিল মাসে। ফণী দীর্ঘ সময় ধরে তা-ব চালাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা।

সর্বশেষ খবর