সোমবার, ৬ মে, ২০১৯ ০০:০০ টা

সিলেটে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে হানিফের রুদ্ধদ্বার বৈঠক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট বিভাগের দলীয় নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। গতকাল আওয়ামী লীগের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভার একপর্যায়ে এই রুদ্ধদ্বার বৈঠক হয়। নগরীর রিকাবীবাজারের কবি নজরুল ইসলাম অডিটরিয়ামে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি সভার প্রথম পর্যায়ে সভাপতির বক্তব্যে মাহবুব-উল আলম হানিফ বলেন, শেখ হাসিনার নেতৃত্বের ওপর বাংলার মানুষ টানা তৃতীয়বারের মতো আস্থা রেখেছেন। জনগণের এই আস্থার প্রতিদান আওয়ামী লীগকে দিতে হবে। সংসদ সদস্য হানিফ আরও বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আগামী অক্টোবরে। ওই সম্মেলনের আগে সারা দেশে ওয়ার্ড, ইউনিয়ন তথা একেবারে তৃণমূল পর্যায় থেকে দলকে সুসংগঠিত করার কাজ শুরু হয়েছে। দলকে সংগঠিত করেই হবে জাতীয় সম্মেলন। বিএনপির উদ্দেশে মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বিএনপি দাবি করে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন। জিয়া যে পাঁচ বছর ক্ষমতায় ছিলেন, এর বেশিরভাগ সময়েই কারফিউ জারি ছিল। কারফিউ চলা অবস্থায় কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হলো? বিএনপি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। তাদের দলের প্রধান দুর্নীতির মামলায় কারাগারে, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক।’ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে উল্লেখ করে হানিফ বলেন, ‘একটি মহল আওয়ামী লীগের অবদানকে পিছিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। এবার আওয়ামী লীগকে অতিশক্তিশালী, অপ্রতিদ্বন্দ্বী করার কাজ শুরু করেছেন শেখ হাসিনা।’ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের পরিচালনায় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বক্তব্য রাখেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, অধ্যাপক রফিকুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান এমপি, মুহিবুর রহমান মানিক এমপি, গাজী শাহনেওয়াজ মিলাদ এমপি, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

প্রতিনিধি সভার দ্বিতীয় পর্যায়ে সিলেট বিভাগের দলীয় নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন মাহবুব-উল আলম হানিফ। দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া সেই বৈঠক শেষ হয় বিকাল ৪টায়। রুদ্ধদ্বার বৈঠকে দলীয় আমন্ত্রিত নেতারা ছাড়া অন্য কাউকে রাখা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সব ধরনের বিভেদ ভুলে দলের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন হানিফ। দলকে সংগঠিত করা, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপন প্রভৃতি বিষয়ে কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে আসে নির্দেশনা। এ বিষয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ বলেন, ‘দলকে কীভাবে সুসংগঠিত করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। গেল উপজেলা নির্বাচনে যারা বিদ্রোহী হয়েছিলেন, তাদের শাস্তির বিষয়েও ইঙ্গিত দেন হানিফ। এ ছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপনের বিষয়ে জোর দেওয়া হয়েছে।’

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, ‘তৃণমূলে আওয়ামী লীগের অবস্থান কী, সে বিষয়ে খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় নেতারা। তারা বলেছেন, অনুপ্রবেশকারীদের ব্যাপারে কেন্দ্র থেকে খোঁজ নেওয়া হচ্ছে, স্থানীয়ভাবেও সতর্ক থাকতে হবে। তৃণমূলকে আরও শক্তিশালী করতে সব অপূর্ণাঙ্গ কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনাও দিয়েছেন তারা।’

সর্বশেষ খবর