বুধবার, ৮ মে, ২০১৯ ০০:০০ টা

অভিমান শিগগির ঠিক হয়ে যাবে : গয়েশ্বর

অভিমান শিগগির ঠিক হয়ে যাবে : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘২০-দলীয় জোটের অনেকেরই মান-অভিমান রয়েছে। নানা অভিযোগ-অনুযোগ আছে। ছোট হোক বা বড় দলই হোক সবার কথারই গুরুত্ব দিতে হবে। তবে জোটের ছোটখাটো যে সমস্যা আছে খুব শিগগিরই ঠিক হয়ে যাবে।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনে আলাপচারিতায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

গয়েশ্বর রায় বলেন, ‘বর্তমানে রাজনীতিতে একটা বড় সংকট চলছে। এটা কাটাতে কে ছোট কে বড় তা দেখা ঠিক হবে না। সবাইকে নিয়েই এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তাহলেই গণতন্ত্র ও গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন।’ তিনি বলেন, ‘সরকারবিরোধী দলগুলো এমনিতেই নানামুখী চাপের মুখে। বিএনপির মতো বড় দল তাদের পাশে থাকবে, তাদের সঙ্গে মতবিনিময় করবে। তাদের বক্তব্য শুনবে। এটাই স্বাভাবিক। একাদশ জাতীয় নির্বাচনের পর কিছুটা ভাটা পড়লেও এখন সেটা শুরু হবে। জোটের শরিক দলগুলোর সঙ্গে শিগগিরই বৈঠক হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে একটি ক্রান্তিকাল চলছে। সরকারে থাকলে এক ধরনের সুযোগ-সুবিধা, আর বিরোধী দলে থাকলে তাদের ওপর জুলুম-নির্যাতনের খড়্গ। প্রায় এক যুগ ধরে বিএনপি এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই রাজনীতি করে আসছে। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৭২-ঊর্ধ্ব বয়সেও আজ কারাবন্দী। ভারপ্রাপ্ত চেয়ারম্যানও দেশের বাইরে। দলের সর্বস্তরের নেতা-কর্মী হামলা-মামলা গুম-খুনের শিকার। শুধু বিএনপিই নয়, ভিন্নমতের সবার ওপরই এই খড়্গ চলছে। তাই প্রতিকূল পরিস্থিতিতে বিরোধী দলমতের সবাইকে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হতে হবে।’

সর্বশেষ খবর