বুধবার, ৮ মে, ২০১৯ ০০:০০ টা
ত্রিদেশীয় সিরিজ

হেসে খেলেই জিতল টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

দারুণ একটা ম্যাচ জিতল বাংলাদেশ। গতকাল আয়ারল্যান্ডের ক্লনটার্ফ ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেট হারিয়ে ২৬১ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ৫ ওভার হাতে রেখেই ২ উইকেট হারিয়ে ২৬৪ রান করে জয় তুলে নেয়। দুর্দান্ত বোলিং, তার চেয়েও আকর্ষণীয় ব্যাটিং। পাশাপাশি ফিল্ডিং নৈপুণ্য। ক্রিকেটের সব বিভাগে অসাধারণ পারফর্ম করে ম্যাচ জিতেছে বাংলাদেশ। শাই হোপের সেঞ্চুরির (১০৯) পরও মাশরাফি (৩ উইকেট) ও সাইফুদ্দিনের (২ উইকেট) দারুণ বোলিং ওয়েস্ট ইন্ডিজকে আটকে দেয় অল্পতেই। মুস্তাফিজ খরুচে বোলিং (১০ ওভারে ৮৪ রান, ২ উইকেট) না করলে আরও আগেই থেমে যেত ক্যারিবীয় ইনিংস। তবে ব্যাট হাতে ২৬১ রানের লক্ষ্যটা সহজেই পাড়ি দেন তামিম-সৌম্যরা। উদ্বোধনী জুটিতে ১৪৪ রান করেন তামিম-সৌম্য। চেজের বলে ৭৩ রান করে আউট হন সৌম্য। তামিম করেন ৮০ রান। বাকি কাজটা শেষ করেন সাকিব (৬১) ও মুশফিকুর রহিম (৩২)। অবশ্য ম্যাচসেরা পুরস্কার পান ওয়েস্ট ইন্ডিজের সেঞ্চুরিয়ান শাই হোপ। বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে।

সর্বশেষ খবর