রাজধানীর ব্যস্ততম গুলিস্তানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হকাররা। হলিডে মার্কেট নয়, ফুটপাথে বসার দাবিতে তারা এ বিক্ষোভ করেন। গতকাল বিক্ষোভের ফলে গুলিস্তান ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। ফলে রোজার প্রথম দিনেই চরম ভোগান্তির শিকার হয়েছে সাধারণ মানুষ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অবস্থান নেয় পুলিশ। পুলিশ জানায়, সকাল থেকে হকাররা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা গোলাপশাহ মাজারের সামনে নর্থ সাউথ রোড বন্ধ করে দেন। বেলা ১টার দিকে গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ারের সামনের সড়কও তারা অবরোধ করেন। এতে পল্টন থেকে ফুলবাড়িয়া হয়ে সদরঘাট, গুলিস্তান থেকে মতিঝিল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জানা গেছে, জিরো পয়েন্ট থেকে সচিবালয়মুখী আবদুল গনি রোডের মুুুুখে হকাররা ওয়াসার পয়ঃনিষ্কাশনের বড় বড় পাইপ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এতে সদরঘাট, গুলিস্তান, মতিঝিল, পল্টন হয়ে শাহবাগ পর্যন্ত যানজটে স্থবির হয়ে পড়ে শত শত যানবাহন। পুলিশ কয়েক দফায় বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিক্ষোভকারীরা জানান, ‘কিছুদিন আগে ট্রাফিক সপ্তাহের নামে আমাদেরকে ফুটপাথ থেকে তুলে দেয় পুলিশ। তখন বলেছিল ট্রাফিক সপ্তাহ শেষ হলে আবার বসতে দেবে। কিন্তু এখন নির্দেশনা দেওয়া হয়েছে আমরা শুধু সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার হলিডে মার্কেট খুলে বসতে পারব। কিন্তু আমরা ফুটপাথে বসতে চাই, এখানেই ব্যবসা করতে চাই। পুনর্বাসনের আগ পর্যন্ত ফুটপাথে ব্যবসা চালিয়ে যেতে চাই।’ বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আবদুল হাসিম কবির জানান, গত ৫ মে আমরা ডিএসসিসি মেয়রের সঙ্গে দেখা করে বলেছিলাম, পুনর্বাসনের আগ পর্যন্ত আমাদের ফুটপাথে বসার ব্যবস্থা করে দেন। তিনি হকারদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছিলেন। আজ (গতকাল) আমাদেরকে তার অফিসে যেতে বলেছিলেন। আমরা গিয়েছি। কিন্তু তার দেখা পাইনি। এজন্য হকাররা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। ডিএমপির মতিঝিল ট্রাফিক জোনের এসি এস এম বজলুর রশিদ জানান, হকারদের যদি কোনো দাবি থাকে তাহলে সেটি তারা ডিএমপি অথবা সিটি করপোরেশন বরাবর জানাতে পারে। এভাবে রোজার মাসে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল রাজধানীতে ১১টি হলিডে মার্কেট বসানোর সিদ্ধান্ত নেয় ডিএমপি। পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে সাপ্তাহিক সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব মার্কেট চালু থাকবে। ঈদুল ফিতরের পর এসব মার্কেট বন্ধ করে দেওয়া হবে।
শিরোনাম
                        - হারের পর বোলারদের ‘সরি’ বললেন লিটন
- মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
- স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
- এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
- ৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু
- মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও
গুলিস্তানে হঠাৎ হকারদের অবরোধে ব্যাপক দুর্ভোগ
                        
                        
                                                     নিজস্ব প্রতিবেদক
                        
                        
                    
                                        
                        
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                     
                                                            
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                        
                                    
             
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        