রাজধানীর ব্যস্ততম গুলিস্তানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হকাররা। হলিডে মার্কেট নয়, ফুটপাথে বসার দাবিতে তারা এ বিক্ষোভ করেন। গতকাল বিক্ষোভের ফলে গুলিস্তান ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। ফলে রোজার প্রথম দিনেই চরম ভোগান্তির শিকার হয়েছে সাধারণ মানুষ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অবস্থান নেয় পুলিশ। পুলিশ জানায়, সকাল থেকে হকাররা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা গোলাপশাহ মাজারের সামনে নর্থ সাউথ রোড বন্ধ করে দেন। বেলা ১টার দিকে গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ারের সামনের সড়কও তারা অবরোধ করেন। এতে পল্টন থেকে ফুলবাড়িয়া হয়ে সদরঘাট, গুলিস্তান থেকে মতিঝিল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জানা গেছে, জিরো পয়েন্ট থেকে সচিবালয়মুখী আবদুল গনি রোডের মুুুুখে হকাররা ওয়াসার পয়ঃনিষ্কাশনের বড় বড় পাইপ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এতে সদরঘাট, গুলিস্তান, মতিঝিল, পল্টন হয়ে শাহবাগ পর্যন্ত যানজটে স্থবির হয়ে পড়ে শত শত যানবাহন। পুলিশ কয়েক দফায় বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিক্ষোভকারীরা জানান, ‘কিছুদিন আগে ট্রাফিক সপ্তাহের নামে আমাদেরকে ফুটপাথ থেকে তুলে দেয় পুলিশ। তখন বলেছিল ট্রাফিক সপ্তাহ শেষ হলে আবার বসতে দেবে। কিন্তু এখন নির্দেশনা দেওয়া হয়েছে আমরা শুধু সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার হলিডে মার্কেট খুলে বসতে পারব। কিন্তু আমরা ফুটপাথে বসতে চাই, এখানেই ব্যবসা করতে চাই। পুনর্বাসনের আগ পর্যন্ত ফুটপাথে ব্যবসা চালিয়ে যেতে চাই।’ বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আবদুল হাসিম কবির জানান, গত ৫ মে আমরা ডিএসসিসি মেয়রের সঙ্গে দেখা করে বলেছিলাম, পুনর্বাসনের আগ পর্যন্ত আমাদের ফুটপাথে বসার ব্যবস্থা করে দেন। তিনি হকারদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছিলেন। আজ (গতকাল) আমাদেরকে তার অফিসে যেতে বলেছিলেন। আমরা গিয়েছি। কিন্তু তার দেখা পাইনি। এজন্য হকাররা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। ডিএমপির মতিঝিল ট্রাফিক জোনের এসি এস এম বজলুর রশিদ জানান, হকারদের যদি কোনো দাবি থাকে তাহলে সেটি তারা ডিএমপি অথবা সিটি করপোরেশন বরাবর জানাতে পারে। এভাবে রোজার মাসে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল রাজধানীতে ১১টি হলিডে মার্কেট বসানোর সিদ্ধান্ত নেয় ডিএমপি। পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে সাপ্তাহিক সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব মার্কেট চালু থাকবে। ঈদুল ফিতরের পর এসব মার্কেট বন্ধ করে দেওয়া হবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
গুলিস্তানে হঠাৎ হকারদের অবরোধে ব্যাপক দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর