শিরোনাম
বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯ ০০:০০ টা

ফের বিশ্বসেরা হয়েই লন্ডনে সাকিব

ক্রীড়া প্রতিবেদক

ফের বিশ্বসেরা হয়েই লন্ডনে সাকিব

ক্রিকেটের তিনটা ফরম্যাটেই অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুইয়ে অবস্থান করছিলেন সাকিব আল হাসান। অথচ তিনিই ছিলেন এই তালিকার শীর্ষে। বিশ্বকাপের আগে দারুণ একটা সুখবর এল বাংলাদেশের ক্রিকেটভক্তদের জন্য। শীর্ষস্থান ফিরে পেয়েছেন তিনি। গতকাল আইসিসি প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ওয়ানডেতে অলরাউন্ডারের তালিকার শীর্ষে আছেন সাকিব আল হাসান। ৩৫৯ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছেন তিনি। দুইয়ে আছেন আফগানিস্তানের রশিদ খান (৩৩৯ রেটিং পয়েন্ট)। তারই স্বদেশি মোহাম্মদ নবী আছেন তিনে (৩১৯ রেটিং পয়েন্ট)। ওয়ানডেতে শীর্ষে ফিরলেও সাকিব আল হাসান টেস্ট ও টি-২০ ক্রিকেটে এখনো দুই নম্বরেই অবস্থান করছেন। টেস্টে সাকিবের রেটিং পয়েন্ট ৩৯৯। ৪৩৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডারের তালিকায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। টি-২০ ক্রিকেটে সাকিব ৩৩৮ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন। ৩৯০ রেটিং পয়েন্ট নিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ওয়ানডেতে সাকিবের উন্নতির পেছনে ভূমিকা রেখেছে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ। এখানে তিনি দুটি হাফ সেঞ্চুরি করেছেন। পাশাপাশি বল হাতেও দুটি উইকেট শিকার করেছেন। প্রথমবারের মতো কোনো টুর্নামেন্ট জয়ে বড় ভূমিকা রেখেছেন সাকিব। তারই পুরস্কার জুটল র‌্যাঙ্কিংয়ে। তাছাড়া বিশ্বকাপের ঠিক পূর্ব মুহূর্তে এই অর্জন কেবল সাকিবের জন্যই নয়, বাংলাদেশের ক্রিকেটভক্তদের জন্যও বড় প্রেরণার হয়ে থাকবে।

সর্বশেষ খবর