ক্রিকেটের তিনটা ফরম্যাটেই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুইয়ে অবস্থান করছিলেন সাকিব আল হাসান। অথচ তিনিই ছিলেন এই তালিকার শীর্ষে। বিশ্বকাপের আগে দারুণ একটা সুখবর এল বাংলাদেশের ক্রিকেটভক্তদের জন্য। শীর্ষস্থান ফিরে পেয়েছেন তিনি। গতকাল আইসিসি প্রকাশিত র্যাঙ্কিংয়ে ওয়ানডেতে অলরাউন্ডারের তালিকার শীর্ষে আছেন সাকিব আল হাসান। ৩৫৯ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছেন তিনি। দুইয়ে আছেন আফগানিস্তানের রশিদ খান (৩৩৯ রেটিং পয়েন্ট)। তারই স্বদেশি মোহাম্মদ নবী আছেন তিনে (৩১৯ রেটিং পয়েন্ট)। ওয়ানডেতে শীর্ষে ফিরলেও সাকিব আল হাসান টেস্ট ও টি-২০ ক্রিকেটে এখনো দুই নম্বরেই অবস্থান করছেন। টেস্টে সাকিবের রেটিং পয়েন্ট ৩৯৯। ৪৩৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডারের তালিকায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। টি-২০ ক্রিকেটে সাকিব ৩৩৮ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন। ৩৯০ রেটিং পয়েন্ট নিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ওয়ানডেতে সাকিবের উন্নতির পেছনে ভূমিকা রেখেছে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ। এখানে তিনি দুটি হাফ সেঞ্চুরি করেছেন। পাশাপাশি বল হাতেও দুটি উইকেট শিকার করেছেন। প্রথমবারের মতো কোনো টুর্নামেন্ট জয়ে বড় ভূমিকা রেখেছেন সাকিব। তারই পুরস্কার জুটল র্যাঙ্কিংয়ে। তাছাড়া বিশ্বকাপের ঠিক পূর্ব মুহূর্তে এই অর্জন কেবল সাকিবের জন্যই নয়, বাংলাদেশের ক্রিকেটভক্তদের জন্যও বড় প্রেরণার হয়ে থাকবে।
শিরোনাম
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
ফের বিশ্বসেরা হয়েই লন্ডনে সাকিব
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর