বাংলাদেশে ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই গতকাল প্রতিবেশী দেশ মিয়ানমার, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভূমিকম্পে কেঁপে উঠেছে। ভূমিকম্প মনিটরিং ওয়েবসাইট আর্থকোয়াকট্র্যাকার ডটকম তথ্য দিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন স্থানে ৯৪টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্যানুযায়ী, গতকাল সকালে মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যা থাইল্যান্ডের বিভিন্ন অংশেও অনুভূত হয়। তবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র জানায়, মিয়ানমারের স্থানীয় সময় সকাল ১০টা ৩৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল দেশটির দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আন্দামান সাগরে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। একই দিন ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশে ভূমিকম্প আঘাত হানে। দেশটির হালমাহেরা অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূকম্পন সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রও ছিল ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, বাংলাদেশে গত শুক্রবার ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে দুই শিশুসহ অন্তত ১০ জন প্রাণ হারান এবং কয়েক শ মানুষ আহত হন। এর পরদিন শনিবারও দেশে আরও তিন দফা মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প : আর্থকোয়াকট্র্যাকার ডটকম জানিয়েছে, গতকাল ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন স্থানে ৯৪টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। শুধু গত এক দিনেই বিশ্বজুড়ে ৯১টি কম্পন হয়েছে। সাত দিনে এই সংখ্যা দাঁড়িয়েছে ৮৫২।