Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১২ জুন, ২০১৯ ২৩:৩৩

নারী শিক্ষা পুরো সমাজকে এগিয়ে নেয়

নিজস্ব প্রতিবেদক

নারী শিক্ষা পুরো সমাজকে এগিয়ে নেয়

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ বলেন, ‘নারী শিক্ষা পুরো সমাজকে এগিয়ে নেয়। এতে এগিয়ে যায় দেশ। মহাত্মা গান্ধী রাজনীতির বাইরে নারী শিক্ষা ও পরিবেশের জন্য অনেক কাজ করে গেছেন, লিখে গেছেন। আমরা এ দুটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছি।’ ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর সবুজবাগে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো। রিভা গাঙ্গুলী দাশ আরও বলেন, পরিবেশ বিষয়ে গান্ধীজির উক্তি আজকের দিনে তার জীবিতকালের চেয়েও বেশি প্রাসঙ্গিক। অতএব, আমাদের উচিত এই পৃথিবীকে আরও সবুজ এবং বাঁচার উপযোগী করে গড়ে তোলা। সাবের হোসেন চৌধুরী বলেন, শুধু ভারত নয়, মহাত্মা গান্ধী একজন বিশ্বনেতা। অহিংস সংস্কৃতি ও প্রতিবাদের যে নমুনা তিনি সৃষ্টি করে গেছেন, তা সারাবিশ্বের জন্য একটি অনুপ্রেরণা। তার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের এলাকায় যে চিহ্নটি রাখতে পারছি, এ জন্য আমরা আনন্দিত ও গর্বিত। সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো বলেন, আমি ৮০ বছর ধরে এই সংঘের সঙ্গে আছি। এই সংঘের সঙ্গে আমার জীবন-মরণের সম্পর্ক। সংঘের স্কুলটি সংস্কার ও ছাত্রাবাসের বহুতল ভবন নির্মাণে অর্থায়ন করেছে ভারতীয় হাইকমিশন। আজকের এই অনন্য উদ্যোগের জন্য তাদের ধন্যবাদ।


আপনার মন্তব্য