বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯ ০০:০০ টা

ভোট নিয়ে বিবেককে প্রশ্ন করুন

নিজস্ব প্রতিবেদক

ভোট নিয়ে বিবেককে প্রশ্ন করুন

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, এবার উপজেলা নির্বাচনে সবচেয়ে আশঙ্কার দিক হচ্ছে ভোটারদের নির্বাচনবিমুখতা। বিরোধী দলগুলো অংশগ্রহণ না করায় নির্বাচন ছিল একতরফা। পাঁচ ধাপের উপজেলা ভোট শেষে গতকাল তিনি এ মন্তব্য করেন। নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে ‘উপজেলা নির্বাচন প্রসঙ্গে আমার কথা’ শীর্ষক লিখিত বক্তব্য তুলে ধরে তিনি আরও বলেন, মার্চ-জুন পর্যন্ত পাঁচ ধাপে দেশের সিংহভাগ উপজেলার ভোট শেষ হয়েছে। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের বর্জনের মধ্যে চলমান উপজেলা নির্বাচন ‘জৌলুসহীন’ হয়ে পড়ার পর কেন্দ্রে ভোটারের উপস্থিতিও কম ছিল। পাঁচ ধাপে মিলিয়ে ৪০ শতাংশের বেশি ভোট পড়েছে। নির্বাচন কেমন হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, বিবেককে প্রশ্ন করুন উত্তর পেয়ে যাবেন। মাহবুব তালুকদার  বলেন, ‘এবারের উপজেলা নির্বাচনে সবচেয়ে আশঙ্কার দিক হচ্ছে ভোটারদের নির্বাচনবিমুখতা। স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানের প্রতি প্রত্যাশার বিষয়ে মাহবুব তালুকদার বলেন, কারও আজ্ঞাবহ হয়ে দায়িত্ব পালন করলে এবং উপজেলা পরিষদের গণতান্ত্রিক বৈশিষ্ট্য বিসর্জিত হলে উপজেলা পরিষদ জনআকাক্সক্ষা পূরণে ব্যর্থ হবে। সে ক্ষেত্রে স্থানীয় সরকারগুলোর নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে পারে।

সর্বশেষ খবর