শুক্রবার, ২১ জুন, ২০১৯ ০০:০০ টা

জাতিসংঘ দায় এড়াতে পারে না

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ দায় এড়াতে পারে না

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে বহু বছর ধরে জাতিগত নিপীড়ন ঘটলেও জাতিসংঘ এ নিয়ে সজাগ ছিল না। তারা কোনোভাবেই রাখাইনের ঘটনার দায় এড়াতে পারে না। রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিস) মিলনায়তনে গতকাল এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বিস মিলনায়তনে ‘জেনেভা কনভেনশনের ৭০ বছর পূর্তি : আন্তর্জাতিক মানবাধিকার আইন ও আজকের মানবিক বিশ্ব’ শীর্ষক এ সেমিনার যৌথভাবে আয়োজন করে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) ও ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব)। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইসিআরসির বাংলাদেশ হেড অব ডেলিগেশন ইখতিয়ার আসলনভ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ফিরোজ সালাহউদ্দিন, ডিকাব সভাপতি রাহীদ এজাজ, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব প্রমুখ। এ কে আবদুল মোমেন বলেন, রাখাইনে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ঘটনা ঘটলেও জাতিসংঘ গোপন করেছে। এর দায় তাদেরও নিতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর নিপীড়নে মিয়ানমারকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর