রবিবার, ২৩ জুন, ২০১৯ ০০:০০ টা

সামির হ্যাটট্রিকে ভারতের ঘাম ঝরানো জয়

ক্রীড়া প্রতিবেদক, সাউদাম্পটন থেকে

নাটক জমে উঠেছিল শেষ ওভারে। ৬ বলে জয়ের জন্য আফগানিস্তানের দরকার ছিল ১৮ রান। ভারতীয় পেসার মোহাম্মদ সামির প্রথম বলেই লং অফ দিয়ে বাউন্ডারি হাঁকান নবী। দ্বিতীয় বল ডট। তৃতীয় বলে ছক্কা হাঁকাতে গিয়ে সেই লং অনেই ক্যাচ হয়ে যান নবী। পরের ২ বলে আফগান ব্যাটসম্যান আফতাব ও মুজিবকে সরাসরি বোল্ড করে এই বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেন সামি। রোমাঞ্চ জাগিয়েও ১১ রানে হেরে যায় আফগানিস্তান। দুর্দান্ত জয়ে সেমির পথে এক পা দিল বিরাট কোহলির ভারত। সামির হ্যাটট্রিকটি ছিল বিশ্বকাপের ইতিহাসে দশম। চেতন শর্মার পর দ্বিতীয় কোনো ভারতীয় বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন। ১৯৮৭-এর বিশ্বকাপে চেতন শর্মার পর হ্যাটট্রিক করেছিলেন সাকলাইন মুস্তাক (১৯৯৯), চামিন্দা ভাস (২০০৩), ব্রেট লি (২০০৩), লাসিথ মালিঙ্গা (২০০৭ ও ২০১১), কেমার রোচ (২০১১), স্টিভেন ফিন (২০১৫) ও জেপি ডুমিনি (২০১৫)। কাল ২২৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও জিততে পারল না আফগানিস্তান। সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেছেন নবী। ৪০ রানে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়েছেন সামি। ২টি করে উইকেট নিয়েছেন চাহাল, পান্ডিয়া ও বুমরাহ। আগামীকাল এই সাউদাম্পটনের রোজ বোলেই বাংলাদেশের মুখোমুখি হবে আফগানরা। তবে হারলেও গতকাল আবার ফর্মে ফিরেছেন আফগানিস্তানের প্রধান তারকা রশিদ খান।

আগের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯ ওভারে ১১০ রান দিয়েছিলেন আফগানিস্তানের আলোচিত লেগ স্পিনার রশিদ খান। কাল ১০ ওভারে দিয়েছেন ৩৮ রান। নিয়েছেন মহেন্দ্র সিং ধোনির মহামূল্যবান উইকেট। তবে কাল রশিদের চেয়েও ভয়ঙ্কর ছিলেন আরেক স্পিনার মুজিব উর রহমান। ১০ ওভারে তিনি দিয়েছেন মাত্র ২৬ রান। মোহাম্মদ নবী ৯ ওভারে ৩৩ রানে নিয়েছেন ২ উইকেট। চার স্পিনার ৩৪ ওভার বল করে দিয়েছেন মাত্র ১১৯ রান। আফগান স্পিন-বিষেই কাল মাত্র ২২৪ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। সর্বোচ্চ ৬৭ রান করেছেন অধিনায়ক বিরাট কোহলি। হাফ সেঞ্চুরি এসেছে কেদার যাদবের ব্যাট থেকেও।

সর্বশেষ খবর