প্রচলিত অর্থনীতি ও সমাজব্যবস্থা বদলে ফেলার আহ্বান জানিয়ে শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, মুষ্টিমেয় কিছু মানুষ এই পৃথিবীর বেশির ভাগ সমস্যা সৃষ্টি করছে। ক্ষুদ্র ঋণের এই প্রবক্তা বলেন, মুনাফাভিত্তিক অর্থনীতি সমাজ পরিবর্তনে কোনো ভূমিকা রাখছে না। এটি শুধু মানুষকে টাকা বানানোর মেশিনে পরিণত করছে। এটি সামাজিক বৈচিত্র্যকে ভেঙেচুরে শেষ করে দিচ্ছে। গতকাল সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ‘সেন্টার ওয়ার্ল্ড’ মিলনায়তনে ‘নবম সোশ্যাল বিজনেস ডে’ উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রফেসর ইউনূস। ‘মেকিং মানি ইজ হ্যাপিনেস, মেকিং আদার পিপল হ্যাপি ইজ সুপার হ্যাপিনেস’ শিরোনামে দুই দিনব্যাপী এ সম্মেলনের মূল বক্তব্য দিতে গিয়ে প্রফেসর ইউনূস আরও বলেন, সুখী হতে এখন যেভাবে মানুষ টাকার পেছনে ছুটছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এখন যে লোভনির্ভর সমাজ ও অর্থনীতি গড়ে উঠেছে তা ভেঙে ফেলতে হবে। অনেকে মনে করে টাকাই সুখ। কিন্তু সুখ মানে ব্যাংক ব্যালেন্স নয়। অর্থ দিয়ে আমরা যে সুখ অর্জনের চেষ্টা করি সেটি মূলত একটি ভুল ধারণা। আমাদের উচিত মানুষের সুখ-দুঃখের অংশীদার হওয়া, তাদের পাশে থাকা। তিনি বলেন, সম্পদের কেন্দ্রীকরণ, দারিদ্র্য বিমোচন, পরিবেশ দূষণ, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো হুমকি থেকে আমাদের পৃথিবী, আমাদের সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই নিতে হবে। এ জন্য সামাজিক ব্যবসানির্ভর অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রফেসর ইউনূস বলেন, প্রতিটি মানুষ সৃজনশীল। মানুষের রয়েছে অসীম সৃষ্টিশীলতা, যা রাষ্ট্র ও সমাজ পরিবর্তনের কাজে লাগানো যেতে পারে। আমাদের তরুণ প্রজন্ম চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি রয়েছে। আসুন আমরা এখনই শুরু করি। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ। বক্তব্য রাখেন ডানোন-এর সিইও ইমানুয়েল ফেবার, ইউএনএসকাপ-এর এক্সিকিউটিভ সেক্রেটারি আমিদা সালসিয়া আলিসিয়া বানা, থাইল্যান্ডের সাউদার্ন বর্ডার প্রভিন্সের মহাসচিব রিয়াল এডমিরাল সামকিয়াত পনপ্রায়োন। এ ছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতারেস, বিশ্ব খাদ্য সংস্থার (ফাও) মহাসচিব জোসে গ্রাজিওনো দ্যা সিলভা, আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট টমাস বাখ এবং শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই ভিডিও বার্তায় সোশ্যাল বিজনেস ডে ও প্রফেসর ইউনূসের জন্মদিন উপলক্ষে অভিনন্দন বার্তা দেন। প্রফেসর ইউনূসের জন্মদিনে বিশ্বব্যাপী এই সোশ্যাল বিজনেস ডে পালিত হয়ে আসছে। এবারের নবম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে বিশ্বের ৬০টি দেশের ১৪৫০ জন প্রতিনিধি ব্যাংককে এসেছেন।
শিরোনাম
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
ব্যাংককে সামাজিক ব্যবসা দিবস
পৃথিবীর বেশির ভাগ সমস্যা সৃষ্টি করছে মুষ্টিমেয় কিছু মানুষ : ড. ইউনূস
রুকনুজ্জামান অঞ্জন, ব্যাংকক থেকে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর