সুশাসনের অভাবেই ‘গুম-খুন-হত্যা’ বাংলাদেশকে গ্রাস করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, ‘গত বুধবার বরগুনায় রিফাতকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সাগর-রুনি হত্যার পর সরকার বলেছিল ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের ধরা হবে, দেখা গেল ৪৮ ঘণ্টা কেন ৪৮ বছরেও হবে কিনা জানি না। তনু হত্যার বিচার হয়নি। আমরা দেখতে পাচ্ছি, কোনো হত্যারই বিচার নেই। আজকে গুম-খুন-হত্যা বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে। এর কারণ হলো দেশে ন্যায় বিচার নেই, সুশাসন নেই, বিচারব্যবস্থা বলতে কিছু নেই, আইন বিভাগ সম্পূর্ণভাবে রাষ্ট্রের হাতে বন্দী, পুলিশ ইচ্ছামতো ক্ষমতার অপব্যবহার করছে।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে ‘প্রতিহিংসার রাজনীতি, ন্যায় বিচার এবং খালেদা জিয়া’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংগঠনের উপদেষ্টা মো. মাসুক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম শিরিন, শাহ নেছারুল হক প্রমুখ বক্তব্য দেন। সেলিমা রহমান বলেন, ‘আজকে শিক্ষকের হাতে মেয়েরা লাঞ্ছিত হচ্ছে, শিক্ষকরা ছিল সমাজের সবচেয়ে শ্রদ্ধার পাত্র। আজকে শিক্ষকদের আমাদের কিশোরীরা, ছাত্রীরা, নারীরা ভয় পাচ্ছে। নেকড়ের মতো তাদের (শিক্ষক) আত্মপ্রকাশ ঘটছে। আজকে নুসরাত হত্যা দেখেন, ক্রমশ এটার বিচার ম্লান হয়ে আসছে। একটার পর একটা ঘটনা ঘটছে- সরকার বলছে কাউকে ছাড় দেওয়া হবে না, খুনিদের আইনের আওতায় আনা হবে। কিন্তু পরবর্তীতে আরেক ঘটনা সেটাকে ঢেকে দেওয়া হয়, সেগুলোর কোনো খবর থাকে না। গত ১০ বছরে বিশেষ করে এই এক বছরে যে ঘটনা ঘটেছে সেগুলোর তো কোনো বিচারের নমুনা আমরা দেখতে পারছি না।’ দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে দুর্বার আন্দোলনের জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান সেলিমা রহমান।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা