সুশাসনের অভাবেই ‘গুম-খুন-হত্যা’ বাংলাদেশকে গ্রাস করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, ‘গত বুধবার বরগুনায় রিফাতকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সাগর-রুনি হত্যার পর সরকার বলেছিল ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের ধরা হবে, দেখা গেল ৪৮ ঘণ্টা কেন ৪৮ বছরেও হবে কিনা জানি না। তনু হত্যার বিচার হয়নি। আমরা দেখতে পাচ্ছি, কোনো হত্যারই বিচার নেই। আজকে গুম-খুন-হত্যা বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে। এর কারণ হলো দেশে ন্যায় বিচার নেই, সুশাসন নেই, বিচারব্যবস্থা বলতে কিছু নেই, আইন বিভাগ সম্পূর্ণভাবে রাষ্ট্রের হাতে বন্দী, পুলিশ ইচ্ছামতো ক্ষমতার অপব্যবহার করছে।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে ‘প্রতিহিংসার রাজনীতি, ন্যায় বিচার এবং খালেদা জিয়া’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংগঠনের উপদেষ্টা মো. মাসুক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম শিরিন, শাহ নেছারুল হক প্রমুখ বক্তব্য দেন। সেলিমা রহমান বলেন, ‘আজকে শিক্ষকের হাতে মেয়েরা লাঞ্ছিত হচ্ছে, শিক্ষকরা ছিল সমাজের সবচেয়ে শ্রদ্ধার পাত্র। আজকে শিক্ষকদের আমাদের কিশোরীরা, ছাত্রীরা, নারীরা ভয় পাচ্ছে। নেকড়ের মতো তাদের (শিক্ষক) আত্মপ্রকাশ ঘটছে। আজকে নুসরাত হত্যা দেখেন, ক্রমশ এটার বিচার ম্লান হয়ে আসছে। একটার পর একটা ঘটনা ঘটছে- সরকার বলছে কাউকে ছাড় দেওয়া হবে না, খুনিদের আইনের আওতায় আনা হবে। কিন্তু পরবর্তীতে আরেক ঘটনা সেটাকে ঢেকে দেওয়া হয়, সেগুলোর কোনো খবর থাকে না। গত ১০ বছরে বিশেষ করে এই এক বছরে যে ঘটনা ঘটেছে সেগুলোর তো কোনো বিচারের নমুনা আমরা দেখতে পারছি না।’ দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে দুর্বার আন্দোলনের জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান সেলিমা রহমান।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ