শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সিনহাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন ২৮ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

সিনহাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন ২৮ আগস্ট

ফারমার্স ব্যাংক থেকে চার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলার তদন্ত প্রতিবেদন ২৮ আগস্ট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস এজাহার গ্রহণ করে এ আদেশ দেন। মামলার বাকি আসামিরা হলেন- ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীম, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট প্রধান গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক মো. জিয়াউদ্দিন আহমেদ, গুলশান শাখার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শাফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার শ্রীহরিপুরের বাসিন্দা মো. শাহজাহান, ধনবাড়ির যদুনাথপুরের নিরঞ্জন চন্দ্র সাহা, ওই এলাকার রণজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায় সিমি। এর আগে বুধবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এজাহার থেকে জানা যায়, আসামিরা প্রতারণার আশ্রয় নিয়ে ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) গুলশান শাখা থেকে অস্বাভাবিক দ্রুততার সঙ্গে চার কোটি টাকা ভুয়া ঋণ সৃষ্টি করে তা একই দিন পে-অর্ডারের মাধ্যমে এস কে সিনহার ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করেন। এরপর ২০১৬ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর সময়ের মধ্যে এস কে সিনহা নগদ, চেক ও পে-অর্ডারের মাধ্যমে অন্য অ্যাকাউন্টে টাকা সরিয়ে নিয়ে তা আত্মসাৎ করেন।

সর্বশেষ খবর