ডিসি সম্মেলনে শেষ দিনে ডিসিদের দেওয়া আলাদা পুলিশ বাহিনী গঠনের প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে। তবে কর্মকর্তা-কর্মচারীদের জন্য আলাদা ব্যাংক গঠনের যে প্রস্তাব ডিসিরা দিয়েছিলেন তা জনপ্রশাসন মন্ত্রণালয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। প্রথমবারের মতো পাঁচ দিনের ডিসি সম্মেলন গতকাল শেষ হয়েছে। শেষ দিনে জনপ্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ চারটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি অধিবেশনে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। পঞ্চম ও শেষ দিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত কার্য-অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, জেলার আইনশৃঙ্খলা বাহিনী ডিসিদের সঙ্গে পরামর্শ করে একযোগে কাজ করে। তাই ডিসিদের জন্য বিশেষ ফোর্সের প্রয়োজন নেই। তিনি বলেন, ‘আমার গ্রাম আমার শহর’ আমাদের নির্বাচনী ওয়াদা। সেই সঙ্গে মাদক, সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে বলা হয়েছে ডিসিদের। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে জেলায় কী কী সমস্যা হয় সেগুলো ডিসিরা জানিয়েছেন। প্রতি বছর ডিসি সম্মেলনে তারা একইভাবে সমস্যা তুলে ধরেন। আমরা সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেই। জনপ্রশাসন মন্ত্রণালয়-সংক্রান্ত অধিবেশন শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ডিসিদের পক্ষ থেকে একটি আলাদা ব্যাংক গঠনের প্রস্তাব করা হয়েছে। বলেছি, সেটা আমরা বিবেচনা করব। প্রতিমন্ত্রী বলেন, জেলায় জেলায় সাধারণ মানুষের সমস্যা সমাধানে গণশুনানি আরও কত কার্যকরভাবে করা যায় সে বিষয়ে ডিসিদের উদ্যোগ নিতে বলেছি। ডিসি অফিসগুলোকে পুরোদমে ডিজিটালাইজড করার জন্য বলেছি। সেই সঙ্গে জেলা হাসপাতাল ও পাসপোর্ট অফিসগুলোকে দালাল ও দুর্নীতিমুক্ত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছি। মন্ত্রিপরিষদ বিভাগের অধিবেশনে এর আওতাধীন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ অন্যদের সঙ্গে ডিসিদের আলোচনার সুযোগ দেওয়া হয়। বৈঠক শেষে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাংবাদিকদের বলেন, আমাদের উদ্দেশ্য শুধু মামলা করা নয়, দুর্নীতি প্রতিরোধ ও দমন করা। তিনি বলেন, আইন অনুযায়ী সরল বিশ্বাসে কৃতকর্ম অপরাধ না। তবে সরল বিশ্বাস যেন সরল বিশ্বাসই হয়, তা নিশ্চিত হতে হবে। দুদক চেয়ারম্যান বলেন, ছাত্র-ছাত্রীদের প্রাইমারি ও মাধ্যমিক পর্যায়ে মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা দিতে হবে। আগামী প্রজন্ম, যাদের ওপর দেশ পরিচালনার দায়িত্ব বর্তাবে, মানবিক মূল্যবোধ ও সামাজিক মূল্যবোধ যদি তাদের মধ্যে গড়ে তোলা না যায়, তবে কোনো কিছুই টেকসই হবে না। প্রথমবারের মতো এবার ডিসি সম্মেলন ছিল পাঁচ দিনের। এবারের সম্মেলনে নতুন করে যুক্ত হয় প্রধান বিচারপতি এবং জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে ডিসিদের সৌজন্য সাক্ষাৎ। এর বাইরে এবারই প্রথম তিন বাহিনীর প্রধানদের সঙ্গেও ডিসিদের বৈঠকের ব্যবস্থা করা হয়। গতকাল সম্মেলনের শেষ দিনে বিকালে জাতীয় সংসদে স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডিসিরা। এরপর রাতে রেওয়াজ অনুযায়ী ডিসিদের সৌজন্যে ডিনার অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এবারের সম্মেলন।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল