শেষ পর্যন্ত অনড় প্রিয়াঙ্কা গান্ধীর কাছে নতিস্বীকার করল উত্তর প্রদেশের যোগী সরকার। বলেছে, ‘প্রিয়াঙ্কা আদিবাসী চাষিদের সঙ্গে দেখা করতে চাইলে করবেন। আপত্তি নেই।’ সোনভদ্র গ্রামে গুলিতে নিহত আদিবাসী চাষি পরিবারের সঙ্গে দেখা করতে এলে গত শুক্রবার তাকে আটক করে মির্জাপুরে সরকারি গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। বলা হয় ফিরে যান। প্রিয়াঙ্কা বলেন, ‘চাষিদের সঙ্গে দেখা না করে যাব না।’ গেস্ট হাউসে বিদ্যুৎ ছিল না। ফ্যানও ছিল না। ওই অবস্থায় রাতটি কাটিয়ে দিলেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা টুইট করেন, ‘আমার কাছে রাত ১টায় উত্তর প্রদেশের তিন অফিসার এসে চলে যেতে বলেন। কিন্তু আমি জানাই আমার এসি-লাইট চাই না, যতক্ষণ না চাষি পরিবারের সঙ্গে দেখা করছি ততক্ষণ যাব না।’ শনিবার সকালে উত্তর প্রদেশ সরকার সিদ্ধান্ত নেয় প্রিয়াঙ্কা গান্ধী যেখানে ইচ্ছা যেতে পারেন। কংগ্রেস অভিযোগ করে লাইট-ফ্যানের অভাবে প্রিয়াঙ্কা যাতে গেস্ট হাউস ছাড়তে বাধ্য হন তাই সব বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়। স্থানীয় গ্রামবাসী সারা রাত তাকে হাতপাখা দিয়ে বাতাস করতে থাকেন। সোনভদ্র গ্রামের চাষি পরিবারের মহিলারা মির্জাপুরে অতিথি নিবাসে এসে দেখা করেন। তারা কান্নায় ভেঙে পড়েন। এরপর প্রিয়াঙ্কা দিল্লি ফিরে আসেন। তবে তার আগে ঘোষণা করেন, আমি আবার এখানে আসব। পূর্ব উত্তর প্রদেশের অন্তর্গত এই এলাকার কংগ্রেসের পক্ষে দায়িত্বে প্রিয়াঙ্কা। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী এলাকাভুক্ত। এখানেই গ্রামপ্রধানদের গুলিতে ১০ জন আদিবাসী চাষি নিহত হন। এর আগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, ১৯৫৫ সালের নেহেরু সরকারের কারণেই এই জমি বিবাদ তৈরি হয়। প্রিয়াঙ্কা খোঁচা দিয়ে বলেন, ‘মুখ্যমন্ত্রীর মনে রাখা উচিত গণহত্যার দায় তার।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল