শিরোনাম
সোমবার, ২২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

অসহিষ্ণুতা বর্বরতা দেখে বিস্মিত

-ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মানবাধিকার কমিশন

নিজস্ব প্রতিবেদক

অসহিষ্ণুতা বর্বরতা দেখে বিস্মিত

জাতীয় মানবাধিকার কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, ছেলেধরা সন্দেহে মানুষকে নৃশংসভাবে পিটিয়ে মারার ঘটনা কয়েকদিনে ভয়াবহ আকার ধারণ করেছে। কারও আচরণ সন্দেহজনক হলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি কিংবা স্কুল কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা যেত। অথচ তা না করে নির্মমভাবে পিটিয়ে মারা হচ্ছে। মানুষ হয়ে মানুষের প্রতি এই অসহিষ্ণুতা বর্বরতা দেখে বিস্মিত। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, বাড্ডায় যে নারীকে পিটিয়ে মারা হয়েছে তার একটা শিশু সন্তান আছে। সেই শিশুটির কাছে এই সমাজ কী জবাব দেবে? এই নৃশংসতা সামাজিকভাবে রুখতে হবে। এভাবে গুজবে গা ভাসানো যাবে না। মানসিক ভারসাম্যহীন কিংবা প্রতিবন্ধী মানুষকে এভাবে অপরাধী বানিয়ে আইন হাতে তুলে নেওয়া কোনো সভ্য মানুষের কাজ না। মো. নজরুল ইসলাম আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত যে কোনো বার্তা ছড়িয়ে দেওয়া যায়। এর ভালো দিকটাকে গুজব ছড়ানোর কাজে ব্যবহার করা যাবে না। চিলে কান নিয়েছে এই গুজবে কান না দিয়ে নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করতে হবে। এভাবে মানুষ হত্যা সমাজের জন্য বিপদ বয়ে আনছে।

সর্বশেষ খবর