আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাষ্ট্রদ্রোহী কাজের অভিযোগে প্রিয়া সাহাকে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। তিনি যা বলেছেন তার বিপরীতে সত্যটা তুলে ধরে বাকিটুকু তাকে উপেক্ষা করলেই ভালো হয়। তিনি বলেন, এত ছোট বিষয় রাষ্ট্রদ্রোহী হয়ে গেছে এটা আমার মনে হয় ঠিক নয়। গতকাল রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের ৩৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। আনিসুল হক বলেন, তিনি (প্রিয়া সাহা) যে তথ্যগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা এবং ইতিমধ্যে এই বক্তব্য দেওয়ার পর শুধু হিন্দু সম্প্রদায় নয়, সবাই বলেছেন, আমরা বাংলাদেশে সবাই সম্প্রীতির মাধ্যমে বসবাস করছি। তিনি বলেন, যদি ইতিহাসও দেখা হয়, তাহলে দেখা যাবে, এ পর্যন্ত বাংলাদেশের মানুষ সবচেয়ে কম ধর্মীয় বিরোধে জড়িয়েছে। আইনমন্ত্রী বলেন, আমরা সবাই জানি, যা উনি (প্রিয়া সাহা) বলেছেন, তা তিনি নিজ ইচ্ছা চরিতার্থ করার জন্য বলেছেন। তা সম্পূর্ণ মিথ্যা। আমার মনে হয়, রাষ্ট্রদ্রোহী কাজ করার অভিযোগে উনাকে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। এ ধরনের ঘটনার পেছনে কোনো গোষ্ঠী জড়িত আছে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, হয়তো থাকতে পারে। তবে সেটা আমাদের তদন্ত করে বের করার আগ পর্যন্ত কোনো মন্তব্য করা ঠিক হবে না। আমরা এগুলো খতিয়ে দেখব। বরগুনার মিন্নির বিষয়ে তিনি বলেন, সংবিধানে অত্যন্ত পরিষ্কারভাবে বলা আছে যে, একজন আসামিরও একজন আইনজীবী রাখার অধিকার আছে। মিন্নির আইনজীবী পাওয়ার অধিকার আছে। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকও বক্তব্য রাখেন।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
এটা ছোট বিষয়
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর