আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাষ্ট্রদ্রোহী কাজের অভিযোগে প্রিয়া সাহাকে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। তিনি যা বলেছেন তার বিপরীতে সত্যটা তুলে ধরে বাকিটুকু তাকে উপেক্ষা করলেই ভালো হয়। তিনি বলেন, এত ছোট বিষয় রাষ্ট্রদ্রোহী হয়ে গেছে এটা আমার মনে হয় ঠিক নয়। গতকাল রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের ৩৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। আনিসুল হক বলেন, তিনি (প্রিয়া সাহা) যে তথ্যগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা এবং ইতিমধ্যে এই বক্তব্য দেওয়ার পর শুধু হিন্দু সম্প্রদায় নয়, সবাই বলেছেন, আমরা বাংলাদেশে সবাই সম্প্রীতির মাধ্যমে বসবাস করছি। তিনি বলেন, যদি ইতিহাসও দেখা হয়, তাহলে দেখা যাবে, এ পর্যন্ত বাংলাদেশের মানুষ সবচেয়ে কম ধর্মীয় বিরোধে জড়িয়েছে। আইনমন্ত্রী বলেন, আমরা সবাই জানি, যা উনি (প্রিয়া সাহা) বলেছেন, তা তিনি নিজ ইচ্ছা চরিতার্থ করার জন্য বলেছেন। তা সম্পূর্ণ মিথ্যা। আমার মনে হয়, রাষ্ট্রদ্রোহী কাজ করার অভিযোগে উনাকে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। এ ধরনের ঘটনার পেছনে কোনো গোষ্ঠী জড়িত আছে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, হয়তো থাকতে পারে। তবে সেটা আমাদের তদন্ত করে বের করার আগ পর্যন্ত কোনো মন্তব্য করা ঠিক হবে না। আমরা এগুলো খতিয়ে দেখব। বরগুনার মিন্নির বিষয়ে তিনি বলেন, সংবিধানে অত্যন্ত পরিষ্কারভাবে বলা আছে যে, একজন আসামিরও একজন আইনজীবী রাখার অধিকার আছে। মিন্নির আইনজীবী পাওয়ার অধিকার আছে। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকও বক্তব্য রাখেন।
শিরোনাম
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
- সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর : রিজভী
- নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- চাটখিল-সোনাইমুড়ি সড়কে একদিকে উচ্ছেদ, অন্যদিকে দখল
- আজহারীর নকল বই বিক্রি : ডিবিকে তদন্ত করতে আদালতের নির্দেশ
- প্রেমিকাকে পতিতালয়ে বিক্রির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির ইংরেজী বিভাগে সেমিনার অনুষ্ঠিত
- সিডনিতে ‘ওয়াসিডিয়ানস অ্যাসোসিয়েশন’-এর প্রথম পুনর্মিলনী
- ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে
- কুষ্টিয়ায় চিংড়িতে জেলি, ৬ ব্যবসায়ীকে জরিমানা
- বগুড়ায় আলুর দাম নিয়ে শঙ্কায় চাষিরা
- কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন
- পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে : নাসির উদ্দীন
- হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত
- নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালে ক্লিনিং ডে উদ্বোধন