শিরোনাম
মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

কৃষি ও শিক্ষায় বিনিয়োগে আগ্রহ ভারতের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

কৃষি ও শিক্ষায় বিনিয়োগে আগ্রহ ভারতের

রাজশাহীতে কৃষি ও শিক্ষা খাতে বিনিয়োগে ভারতের আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ। গতকাল বিকালে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আগ্রহের কথা জানান। মেয়রের দফতরে অনুষ্ঠিত মতবিনিময়ে মেয়র রাজশাহীর বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরেন। রাজশাহী থেকে ভারতে সরাসরি ট্রেন ও বিমান যোগাযোগ এবং ভারতীয় ব্যবসায়ীদের রাজশাহীতে বিনিয়োগের আহ্বান জানান মেয়র। সাক্ষাৎ শেষে মেয়র সাংবাদিকদের বলেন, ভারতের হাইকমিশনার বিষয়গুলো নিয়ে তার সরকারের সঙ্গে গুরুত্ব দিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন। সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ছাড়াও মতবিনিময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবুসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মতবিনিময় শেষে নগর ভবনে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন ভারতীয় হাইকমিশনার। এর আগে পুঠিয়া রাজবাড়ী ও মন্দির পরিদর্শন করেন।

সর্বশেষ খবর