বুধবার, ৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গু শনাক্ত কিট সরাসরি আমদানির অনুমতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক কর মওকুফের পর এবার ডেঙ্গু শনাক্তকরণ কিটস সরাসরি আমদানির অনুমোদন দিয়েছে সরকার। গতকাল এই অনুমোদন দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানায় বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে আবেদনকারী আমদানিকারক প্রতিষ্ঠান তার আমদানি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক অধিদফতরে দেখালেই সরাসরি ডেঙ্গু শনাক্তকরণ কিটস আমদানির সুযোগ পাবে। এমন কি ডেঙ্গু শনাক্তরণ কিটস আমদানির ক্ষেত্রে অন্য কোনো বাধা থাকলে তাও শিথিল করার জন্য আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক অধিদফতরকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে সিদ্ধান্তটি দিতে বিলম্ব হওয়ার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মফিজুল ইসলাম। অস্বাভাবিক হারে ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে ডেঙ্গু শনাক্তকরণ কিটসের সংকট দেখা দেয়। এ প্রেক্ষিতে ডায়াগনস্টিক রিএজেন্টস অ্যান্ড ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেঙ্গু শনাক্তকরণ কিটসসহ প্রয়োজনীয় তিনটি উপাদান সরাসরি আমদানির সুযোগ ও এসব উপাদানের ওপর থেকে কর মওকুফের জন্য ওষুধ প্রশাসন অধিদফতরে আবেদন জানায়। ওই আবেদনের পর জনস্বার্থে জরুরি ভিত্তিতে ডেঙ্গু শনাক্তকরণ কিটসের ওপর থেকে কর মওকুফের সুবিধা চেয়ে এনবিআর ও সরাসরি আমদানির অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে গত ১ আগস্ট চিঠি পাঠায় ওষুধ প্রশাসন অধিদফতর। ওই চিঠির পর গত ৫ আগস্ট কর মওকুফের প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তবে সরাসরি আমদানির সুযোগের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানতে পারেনি আমদানিকারকরা। বিষয়টি নিয়ে ৬ আগস্ট বাংলাদেশ প্রতিদিনে একটি প্রতিবেদন প্রকাশিত হয় ‘সচিব ব্রাজিল অতিরিক্ত সচিব হজে/আটকে আছে ডেঙ্গু শনাক্তকরণ কিটস আমদানির সিদ্ধান্ত, সব ধরনের কর মওকুফ এনবিআরের’ শিরোনামে। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি বলেন, ওষুধ প্রশাসন অধিদফতরের প্যাডে ১ আগস্ট চিঠি পাঠানোর তারিখ উল্লেখ ছিল। এরপর শুক্র ও শনিবার দুই দিন ছুটি ছিল। ৪ তারিখ বিকাল সাড়ে ৪টায় চিঠিটি বাণিজ্য মন্ত্রণালয়ে রিসিভ হয়েছে। এরপর ভারপ্রাপ্ত সচিবের কাছ থেকে যুগ্ম সচিবের কাছে চিঠি যাওয়ার পরপরই জরুরি ভিত্তিতে ডেঙ্গু শনাক্তকরণ কিটস্ সরাসরি আমদানির অনুমতি সংক্রান্ত নথিটি তৈরি করে উপরে পাঠানো হয়। পরে ৫ আগস্ট সিনিয়র সচিবের স্বাক্ষরে প্রেরিত ওই নথির অনুমোদন দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মফিজুল ইসলাম এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে সাংবাদিকদের জানান, রাষ্ট্রীয় প্রয়োজনে কোনো সচিব দেশের বাইরে থাকলেও সচিবের দায়িত্বে মন্ত্রণালয়ে কর্মকর্তা থাকেন এবং এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার থাকে।

 

সর্বশেষ খবর